নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল মাহাদী

♦♦আমি নিরপেক্ষ নই, আমি মেহনতি মানুষের পক্ষে♦♦ ♥♥আমি হয়তো মানুষ নই, তবে কারো কষ্ট,যন্ত্রনা কখনো কখনো আমাকে কাঁদায়, আবার কারো কারো আনন্দ আমাকে সুখের উল্লাসে নাচায় | এটাকে যদি তোমরা মানুষ ভাব তবে আমি "মানুষ "||♣♣

ফয়সাল মাহাদী › বিস্তারিত পোস্টঃ

তাইতো ব্যস্ত আমি তোমার বর্ণনায়

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১



অবাক চাঁদের আলোয় দেখো

ভেসে যায় আমাদের পৃথিবী,

আড়াল হতে দেখেছি তোমার

নিষ্পাপ মুখখানি,

ডুবেছি আমি তোমার চোখের

অনন্ত মায়ায,

বুঝিনি কভু সেই মায়াতো আমার

তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের

মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে

ভালবাসবো তোমায,

একটু একটু করে হারিয়ে যাব

তোমাকে না পাওয়ার শুন্যতায়।

তবুও ভালবাসি তোমায়,

শুধু নয় সরল চোখের মায়ায়,

আমি মুগ্ধ তোমার চারিত্রিক

উদারতায়,তোমার

মহতী মানবতায়

যারে লোকে মানুষ বলে,

তাই পেয়েছি আমি তোমার

ছায়ায়।

তাই তো আমি এতটা

আপন ভাবি তোমায়,

এতটা ভালবাসি তোমায়।

তাইতো আজো নির্ঘুম আমি,

ব্যস্ত আমি তোমার বর্ণনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.