![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি,
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায,
বুঝিনি কভু সেই মায়াতো আমার
তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের
মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায,
একটু একটু করে হারিয়ে যাব
তোমাকে না পাওয়ার শুন্যতায়।
তবুও ভালবাসি তোমায়,
শুধু নয় সরল চোখের মায়ায়,
আমি মুগ্ধ তোমার চারিত্রিক
উদারতায়,তোমার
মহতী মানবতায়
যারে লোকে মানুষ বলে,
তাই পেয়েছি আমি তোমার
ছায়ায়।
তাই তো আমি এতটা
আপন ভাবি তোমায়,
এতটা ভালবাসি তোমায়।
তাইতো আজো নির্ঘুম আমি,
ব্যস্ত আমি তোমার বর্ণনায়।
©somewhere in net ltd.