![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংবদন্তির মহানায়িকা ইহধাম
ত্যাগে করে চলে গেলেন
না ফেরার দেশে।
পিছনে রেখে গেলেন
চলচ্চিত্রের বিশাল
গৌরবগাঁথা আর উত্তমের
প্রতি না বলা ভালবাসার কষ্টকর
যন্ত্রনা। জীবনের শেষ
পঁয়ত্রিশটি বছর তার নিঃসঙ্গ
একাকীত্ব আর রামকৃষ্ণ মিশনের
দুস্থ সেবাব্রতে তার জীবন
কাটে। উত্তমের প্রতি তার ছিল
এক অতি আধ্যাত্মিক ভালবাসা।
যা ছিল বিরহাত্মক।
বিনম্র শ্রদ্ধা জানাই তার
মহাপ্রয়াণে।
সুচিত্রা আপনি বাঙ্গালি চিত্ত
হাজারো বছর বেঁচে থাকুন।
©somewhere in net ltd.