![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার ছিল বলে দিচ্ছি।
নেয়া না নেয়া তোমার ব্যাপার।
এক চিলতে হাসি' যদি বাদ পরে থাকে!
তবে ধরে রাখতে পারো রক্তগোলাপ ঠোটে।
অনাড়ম্বর জীবন বৈচিত্রতা হারিয়েছে।
আসছো তো?
এত বলতে হয় কেন?
তালপুকুড় চোঁখদুটো' জল কেলীর আহবান
জানাচ্ছে!
শেষ দমের পর এক রাশ স্নিদ্ধ অনীল।
নিচ্ছ তো?
তোমার এই চুপ করে থাকাটাই -
আমি মেনে নিতে পারিনা।
ভাবনার ভেলা কূলে ভেড়াও।
দেখো তোমার অপেক্ষায়'
লালগালিচা শোভা যাত্রা!
আমার অন্তপুরে বাসর সাজিয়েছে!
থাকছো তো?
ঠিক আছে এই আমি চুপ।
টিক; টিক; সময় যন্ত্রের সাথে, টিকটিকির সন্ধি!
বিচ্ছেদকে পরাজিত করে।
আর সেইসাথে; আমার স্মৃতি, পরাজয়ের
কবলে পরে।
তুমি তো বলতেই পারোনা!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
ফথরুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
শাহিন বলেছেন: সুন্দর কবিতা । শুভেচ্ছা ।