![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্যা রাত্রির চিবুক বেয়ে,
ঝলমল আলোর ফোঁয়ারা!
নিশাচরী নববধুর কপলে,
ক্লান্তীর বলিরেখা।
মেয়েবেলাই সাঁধের ছিল!
মিথ্যে এই পুতুল খেলা।
মনের অমিলে বলো সখি-
কি করে যায় বেলা?
অজানা সাগরে সঙ্গী তরী।
প্রথমেই পরাস্ত;
বেশতো! যাচ্ছে যেমন ভাঙ্গা হালে!
সখের সাথে স্বাধ যাচ্ছে ভেসে।
হতবাগ বিহবলে! শুধু দীর্ঘশ্বাস ভারি।
বিশ্বস্ত! দুখের প্রলেপ' সিঁদুরে।
নগ্ন চোখে তার ছবি কেন আসে?
অযাচিত জীবন! তোর সাথে আড়ি।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
তাসজিদ বলেছেন: valoio to lekhen.
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
ফথরুল বলেছেন: আপু ভাইয়া ভাল লাগল আপনাদের সঙ্গ, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ ! ভাল লাগলো,,,,,,,