![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানী চাঁদকে খুজে ফিরি,
অমাবস্যা রাত্রীর বুক চিরে।
নিজেকে ভালবেসে সিক্ত করি,
গন্ডদেশে দুখের জল ঠেলে।
বোকা আমি সময়ের মারপ্যাঁচ বুঝি না,
বারংবার গোলকধাঁধা! নাকাল, যাইচ্ছেতাই।
আপদমস্তক সুখের দোর গোরায় হুমড়ি খাই!
থিতু হবার পূর্বেই ভাঙ্গে মনআয়না।
সুখ নেই! দরজার বুকে হিমশীতল অক্ষর!
অপেক্ষমান মহুর্তের মিছিল দির্ঘ অসীম,
নীল হয়ে যাওয়া বিষের অধর।
পরিহাসের স্থুপে মুখ থুবড়ে লীন।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
সামাজিক জোছনা বলেছেন: কোথাও কেউ নেই
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাহ অসাধারন
অভিনন্দন