![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোপ্রিয়মান ঊষা তুমি,
আমি ধূঁপছায়া গোধূলী।
ঝলমলে সোনার মহর তুমি,
আমি কুঁড়ায়ে পাওয়া অচল আঁধুলি।
স্বপ্নাকাশের মেঘবালিকা তুমি,
আমি নোংরা কর্দম।
স্বর্গের হুর তুমি,
আমি নিষিদ্ধ ফল গণ্ধম।
হলুদ বাসন্তী পাখি তুমি,
আমি নিশীথ লক্ষী পেঁচা।
সুনীল গগণ তুমি,
আমি বন্ধ খাঁচা।
বৈসার্দিষ্য তো অনেক,
তবুও কেন ফিরে ফিরে আসা,
তাই নব ভূমে গড় তোমার স্বপ্ন রঙ্গীন বাসা।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ, প্রেরণা পেলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর +++