![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরও একটি দুখের দিন।
কত্ত কত্ত প্রতিক্ষা!
একটু করে কাঁদবো বলে!
কত্ত আয়োজন,প্রয়োজনীয়তা।
দিনের পর দিন আসে।
সয্যের উপচে পরা কলোতান!
কিন্তু যাকে ঘিরে এত আনুষ্ঠিকতা!
সে আসে না।
বুকে হাতুড়ী পেটানো।
ধুব ধুব ধুব।
সময়ের সাথে পাল্লা-পাঞ্জা লড়া।
দিন শেষ হয়ে আসার পথে।
সুরুজ মামা হেঁয়ালী হাসি হেসে'
ডুবে যায়।
তবু সে আসে না!
বড় নির্মম সময় কাঁন্না আসে না।
অভিমানী কিশোরীর অনশন কে ভাঙ্গবে?
আমি না সে নিজেই।
বলো উপরতলার একমাত্র তপোসী।
নাট্যমঞ্চে সাইরেন।
অভিনেত্রী তথা নায়িকার আগমন।
কিন্তু নায়ক না এ ভিলেন দর্শক দিধাদন্ধে।
লেজ গুটিয়ে পালাচ্ছে নায়ক!
কাপুরুশ!
নায়িকার দিকে তাকাতে,
পাশাপাশি থাকতে।
অবুঝ দর্শক জানে না।
বুঝতে চায় না।
কাঁন্নার ঘটা করে এ মঞ্চস্থতা কেন?
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
সিংহমামা বলেছেন: দুঃখিত হলাম মামা।