![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করে সাধন ,ওরে ও মন!
পেলি কি তুই অগোচরে?
কি খেয়িছস?
পাকছে কি তোর ঘরে।
জনহীন প্রাণ্তরে!
সুজোগ পেলেই দুচোখ ভেঁজাস!
আসলেই বল দেখি মন-
তুই কি চাস?
তোর তো দেখি দেরি সয় না।
ভেঙ্গেছে কি স্বচ্ছ কাঁচ বা আয়না?
ভবের হাটে বেঁচা কেনায়!
লাভ কি ক্ষতি খুঁজে কি লাভ?
কড়ায়-গণ্ডায়' আনায়-আনায়'
ফুলবাবু সাজ ধরে ভাব।
মরিলে সংগে কি যায়?
এত স্বাধের বাড়াবাড়ি!
যার নাই সে না পায়,
যার আছে তার শুধু ফুলছে ভুড়ি।
তোর তো দেখি দেরি সয় না।
ভেঙ্গেছে কি স্বচ্ছ কাঁচ বা আয়না?
নারীর টানে দুনিয়ায় আদম করছে'
শুধু ভুলের পর ভুল!
এত পাপের বোঝায় নত সে!
কেমন করে করবে উশুল?
নাড়ির টান ভুলে যায় সে!
মনের মিলের অত্যাচারে!
সবাই যখন ঘুমিয়ে-
একজন তখন ঘর ছাড়ে।
তোর তো দেখি দেরি সয় না।
ভেঙ্গেছে কি স্বচ্ছ কাঁচ বা আয়না?
©somewhere in net ltd.