![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদাবলী-১
বাঁধনে জড়ানো যায় না যা,
স্বপনেই থাকে দিবস-নিশী।
অধরা সে দূরেই থাকে-
তবু তাকে বলি' ভালবাসি!
ও হে অস্পর্শ্য-
ছুঁয়ে যাও একটু করে!
অন্ধকারাচ্ছন্ন মনের কোন'
আলো দাও মুঠো ভরে!
অজাত আমি ছুঁতে পারি,
বলতে পারি' তুমি আমার এ ভবে।
বলিনা তাই ছুঁই না'
কারন তোমার যে জাত যাবে!
পদাবলী-২
ক্লান্তি অবসাদের' শেষ প্রান্তে-
ঠায় দাড়িয়ে একাকি,
আজ কোন কাজ হবার নয়'
আজ ছুটি।
অনেক হলো; এবার চলো,
সাগর স্নানে।
ভুলের দুখে' নোঁনা জলে;
অচেনা গানে।
সুরের টানে' উথলে উঠুক'
সুখ জোয়ার।
মনের ভুলে' দোলা চুলে;
গলা খুলে গান হোক আবার।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
ফথরুল বলেছেন: ভাইয়া ভালবাসা নেবেন, ভালো থাকবেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
সাদা রং- বলেছেন: বাবুগুলা খুব সুন্দর।