![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকতে পারাটা হচ্ছে আসল,
চলে যাওয়া কোনো ক্ষেত্রে সফলতা বয়ে আনে কি?
সফল যারা' কেমন তারা?
বড় জানতে ইচ্ছে করে।
ভালো আছো তো বন্ধন রাত্রি পাশে নিয়ে?
সেই রাস্তার বাঁকে অথবা প্রজন্ম চত্তরে'
তোমার ফেরার অপেক্ষায় আজো লাখো যেখানে অপেক্ষমান।
সারি সারি মোমবাতির আলো'
রাত্রির চোখে ভ্রূকুটি এটে দিচ্ছে যেনো!
দেখতে ইচ্ছে করছেনা বুঝি?
তবে কেনো আসছো না!
আসো সোনা আসো!
এবার একটু বাড়ির পথ ধরি।
বাড়িতে বৃদ্ধা মা এ কটা দিন কি খেয়েছে জানি না।
তুমি কি আদৌ আছো!
তবে কেনো আসছোনা?
এত্ত এত্ত মানুষ সংযম হারানোর আগেই কি আসা উচিৎ নয়?
তুমি তো আগেও এসেছিলে,
তোমার পরিচিত পরিমন্ডল বলে কথা!
তোমাকে ছাড়া আমরা দিকভ্রান্ত।
নেতা তুমি আসছো তো?
©somewhere in net ltd.