![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরদ্ধ সব আবদ্ধের ভেতরে'
জীবন জঞ্জাল বহু অন্তপুরে,
আসে না' সহে না'
আসলে পাছ ছাড়ে না।
পালাই কোথায় এই ভব সংসারে?
দিন ফেরী করে অন্ন কিনি,
রাতের আধারে নিজেকে না চিনি!
মানে না; রহে না!
আপন পর জানে না।
খোদায় বাঁচায় যারে তারে কে মারে?
পালাই কোথায় এই ভব সংসারে?
সম্পৃকতার থেকে আত্মার কাছাকাছি,
বলতে পারা যায় কি ভালবাসি?
হলো না' পেলো না!
ভেঙ্গে চুর সকল বায়না!
পেল কি মন অগোচরে?
পালাই কোথায় এই ভব সংসারে?
©somewhere in net ltd.