![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আলো ফিরে যায়,
আমি কোন উপলক্ষ খুজে পাই না'
তোমার তরে কান্না করার।
আমরা এর মধ্যে দিয়ে গিয়েছি'
প্রতি সময়ে, প্রতি মৌসুমে।
খোঁদা জানে আমি চেষ্টা চালিয়েছি।
তাই দয়া করে আর কিছু জিজ্ঞেস কোরো না!
তুমি কি দেখতে পাচ্ছোনা এটা আমার চোখে?
এটা হয়তো আমাদের শেষ বিদায়!
কেয়ারী... কেয়ারী... তারা যা পরিবর্তন করলো' আমার বন্ধু,
কেয়ারী... কেয়ারী... মনে হয় আমাদের আবার সাক্ষাত হবে!
আমি তোমার মন পড়তে পারি।
যাতে পাসানী হওয়ার কোন অভিপ্রায় নেই।
আমি আশা করি বর্ণনা করতে পারবো!
এগুলো সবই সময় নেবে,
পুরোটাই অনেক বেশি ধর্য্য!
যদি এটা একটা অপরাধ হয়!
কিভাবে আমি কোন কষ্ট পাবোনা?
কেয়ারী... কেয়ারী... তারা যা পরিবর্তন করলো' আমার বন্ধু,
কেয়ারী... কেয়ারী... মনে হয় আমাদের আবার সাক্ষাত হবে!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
ফথরুল বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন দিবা রাত্রি।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯
আশিক মাসুম বলেছেন: সুন্দর ।