নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

দেশের রাস্তা

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

প্রায় স্বর্গ' পশ্চিম ভার্জিনিয়া;

নীল রিজ পর্বতমালা, সানান্ধা নদী!

জীবন সেখানে পুরানো; গাছের চেয়েও পুরোনো,

ছোট পাহাড়ের চেয়ে;

বইছে একটি হাওয়ার মত!



দেশের রাস্তা' আমাকে বাড়ীতে নিয়ে চল!

সেই স্থানে যেটা অধিকার ভুক্ত!

পশ্চিম ভার্জিনিয়া' পর্বত মা,

আমাকে বাড়ীতে নিয়ে চল! দেশের রাস্তা....



আমার সমস্তস্মৃতি তার চারিপাশে জড়ো করা,

খনিজীবীর ভদ্রমহিলা' নীল জলের কাছে অপরিচিত!

অন্ধকার এবং ধূলিমলিন আকাশে আঁকা আছে!

শশিপ্রভার কুয়াশাচ্ছন্ন স্বাদ,

আমার চোখে জলের ফোঁটা!



দেশের রাস্তা' আমাকে বাড়ীতে নিয়ে চল!

সেই স্থানে যেটা অধিকার ভুক্ত!

পশ্চিম ভার্জিনিয়া' পর্বত মা,

আমাকে বাড়ীতে নিয়ে চল! দেশের রাস্তা....



আমি সকালে তার কণ্ঠস্বর শুনতে পেয়েছি'

সে আমায় ডাকছে....,

রেডিও আমার বাড়ীর সম্পর্কে মনে করিয়ে দেয় বহু দূর....

এবং রাস্তায় যখন ছুটছি'

তখন একটা অনুভূতি পেয়েছি'

যে গতকাল থেকেই আমার বাড়ী থাকা উচিত ছিল.....গতকাল!



দেশের রাস্তা' আমাকে বাড়ীতে নিয়ে চল!

সেই স্থানে যেটা অধিকার ভুক্ত!

পশ্চিম ভার্জিনিয়া' পর্বত মা,

আমাকে বাড়ীতে নিয়ে চল! দেশের রাস্তা....

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

হাসি .. বলেছেন: ভালো
+

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ভাই খুব ভালো লাগলা বিডি এর রাস্তা গুলো কিন্তু কম খারাপ।

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের পাশে আছেন বলে।

৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অসাম...... জোস হইছে....

৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া' ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.