নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার ছাঁপ

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

একটি স্থান, যা আমি জানি!

এটা মনোহর নয় সেখানে'

এবং কিছু একেবারে চলে গেছে।

যদি আমি এটা এখন দেখাই'

এটা কি তোমায় সরিয়ে নিয়ে যাবে?

অথবা তুমি কি থাকবে'

যদি তোমায় এটি সপ্তমবারেও ব্যাথা দেয়!

এমনকি যদি আমি তোমায়'

ধাক্কা দিয়ে বের করে দেয়ার চেষ্টা করি'

তুমি কি প্রত্যাবর্তন করবে?

এবং স্মরণ করিয়ে দাও আসলেই কে এই আমি?

দয়া করে স্মরণ করিয়ে দাও আসলেই কে এই আমি?

সবাই একটি অন্ধকার পাশ পেয়েছে'

তুমি কি আমায় ভালবাসো?

তুমি কি আমায় ভালবাসতে পারবে?

কেউ একটা নিখুঁত ছবি নয় কিন্তু'

আমরা এটা মূল্যহীন করছি!

তুমি জানো যে আমরা এটা মূল্যহীন করছি!

তুমি কি আমায় ভালবাসো?

এমনকি আমার অন্ধকার পাশ সঙ্গে নিয়ে?

একটি হীরার মত কালো ধুলো থেকে'

এটা খুব কঠিন কি থেকে কি হয়।

তুমি যদি ছেঁড়ে যাও ছেঁড়ে যেও না। দয়া করে স্মরণ

করিয়ে দাও আসলেই কে এই আমি?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

স্বপনবাজ বলেছেন: খুব ভালো লাগলো !১ম ভালোলাগা !

২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ' ভাল লাগল আপনার পাশে থাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.