![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারপ্রাপ্ত ভারে নতজানু'
ঘুঁনে ধরা শরীর, তবুও ক্ষমতা না ছাঁড়া।
নিত্য নতুন খেয়ালিপনার বলী-
স্বপ্নেরা আজ করছে তাড়া।
পিঁপড়ে খাচ্ছে; শকুনে ঠোকরাচ্ছে,
তবুও আসিন' উঠবার নয়!
যার যত বেশি মিথ্যে'
সেই ক্ষমতা পায়!
তবুও ভাগ্যের শিকে'
শক্ত করে ধরা!
ওটা জুতো নয়! পাপশ ও নয়!
ওটা আমার চামড়া।
পেটে খেলে পিঠে সয়!
শুধু মাথা নওয়ার নয়।
অগ্নীপথে ডুমরু বাজছে!
যুবা সব কি এখনো ঘুমিয়ে!
আমার মুখের গ্রাস-
ওরা নিচ্ছে ছিনিয়ে।
কতদিন.......
গোগ্রাসে খাইনি!
হাভাতে আমার ফালতু প্যাচাল!
এখনো অফ যাইনি!
©somewhere in net ltd.