নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

স্বদেশ

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে!

এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়।

মাটির যে সুগন্ধ! তুই কিভাবে ভুলবি?

যেখানেই যাস না কেন? ঠিকই ফিরে আসবি!

নতুন নতুন মুহূর্তে; দাবিয়ে রাখা ইচ্ছেতে,

ভোলা ভোলা মনেতে! কেহ একজন বলবে!

এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে!

এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়।

তোকে জীবন এটাই বলছে'

সবই তো পেয়েছিস

এখন কিসের কমতী এমনিতেই সুখ সব বইছে!

কিন্তু তুই নিজের ঘর থেকে দূরে!

এখন ফিরে চল সেখানে,

কেউ তো তোকে আপন মানে।

আওয়াজ দিচ্ছে তোকে ডাকতে!

.... সেটাই দেশ।

এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে!

এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়।

এটা সেই সময়! যেথা লুকিয়ে আছে!

কোন এক বিয়ে! পুরো জীবনে।

তুই জিজ্ঞেস করিসনা রাস্তায় কেন এসেছি?

এমনি যেমন দ্বিধায়! তুইতো আছিস যে বুঝাবি!

তুইতো আছিস যে এখন এটা বলবি!

যে দিশায় যাই না আমি

.... সেটাই দেশ।

এই যে দেশ তোর; স্বদেশ তোর, তোকে ডাকছে!

এটা এমন একটা বাঁধন' যা কখনো ভাংবার নয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

বোকামন বলেছেন: .... সেটাই দেশ

২| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ, প্রেরণা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.