![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু একটা করার তাড়না আর কোথায় নিয়ে যাবে?
নিসঙ্গতা চিল চিৎকারে জানান দেবে'
ছবি তোমার বয়স কত?
আর কত?
অজানাকে জানার জিঘাংসাকে টুটি চেঁপে!
ফেরারী ভালোবাসাকে বুকে ধরে' বলছি!!
ভালো আছো তো?
সামাজিকতার মানদন্ডকে প্রশ্নবিদ্ধ করতে পারা!
নিজ নীতি বিসর্জনে' থাকিনি!!
তবু তোমায় ভুলিনি...
হেরে গিয়েছিলে শুরুতেই!
তাই এখনও জন জনান্তরে খুজে ফিরি ভালবাসা!
হোক সাময়িক অথবা সমসাময়িক!!
বড় কিপটে তোমাদের লেনদেন!
দু চোখ এক করে! নিষ্ঠুর রসিকতায়
নিজেকে ভাসিয়ে দিয়ে' চিনতে না পারা।
পারোও বটে!
রসিয়া বন্ধু রস সেতো তেতো লাগে!
আত্ম বিশ্বাসতো শূন্যের কোঠায়!
পারবে ফেরাতে?
বড় কষ্ট হয় জানো!
পুরোনো নিজেকে বিলকুল হারিয়ে ফেলেছি!!
২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগল আপনার পাশে থাকা।
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ++
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ' অনুপ্রেরণার অগ্রদূত।
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
shfikul বলেছেন: +++
৬| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩১
ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ' অনুপ্রেরণার অগ্রদূত।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল কবিতাটি
৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
ফথরুল বলেছেন: অনেক
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
অন্ধকার রাজপুত্র বলেছেন: khub shundor likhechen apni...