![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো বলিনি'
কিন্তু অন্ধকারে আমি ভয় পাই মা।
এমনি তো আমি দেখাইনা'
তবে তোর পরোয়া আমি করি মা।
তোর সব আছে জানা! না মা?
ভিড়ে এমনি আমায় না ছাড়,
যদি ফিরে না আসতে পারি মা।
পাঠাস না এতো দূর তুইযে'
মনে ও আসতে না পারি মা।
আমি এতই কি খারাপ হয়েছি মা!
যখন কখোনো সখোনো বাবা আমায়'
দোলনায় জোড়ে দুলাতো মা!
আমার সন্ধানি চোখ তোকে খুজত'
এখনি হয়তো আমায় ধরবি মা।
আমি উনাকে বলি না,
কিন্তু আমি সয়ে যাই মা।
চেহারায় সেটা আসতে দি না,
কিন্তু মনে মনে আমি ঘাবরে যাই মা।
তোর সব আছে জানা! না মা?
আমি কখনো বলিনি'
কিন্তু অন্ধকারে আমি ভয় পাই মা।
এমনি তো আমি দেখাইনা'
তবে তোর পরোয়া আমি করি মা।
তোর সব আছে জানা! না মা?
©somewhere in net ltd.