নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

অনেক দূর আমার স্বদেশ থেকে

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

মনে রাখো' গ্রীষ্ম সাগর সৈকতে মিশে গেছে!

আমি এখনও শুনতে পাচ্ছি -

সেই পুরোনো ভুলে যাওয়া গান গুলো।

এবং আমরা অঙ্গীকার করছি'

টিকে রইবো চিরতরে।

আমি বিশ্বাস করতে পারছি না,

সেই দিন গুলো চলে গেছে!

এখন পর্যন্ত একটি স্থান' আমরা আমাদের নিজের বলে ডাকতে পারি!

আমরা অভ্যস্ত আগামীকাল সমন্ধে ভাবতে,

দীর্ঘ অনেক দীর্ঘ সময়!

কিন্তু শোকে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছে!

যখন আমি জানতে পারলাম' সময় এসেছে!

যখন সেই সব দিন গুলো ছাড়তে হবে!

পেছনের আমি অনেক মুক্ত অনুভব করেছি'

যেথায় আমি চেয়েছিলাম!

দিনগুলো দ্রুত চলে যাচ্ছে।

কি করে আশা করি!

হয়তো শেষ অনেক দূরে!

আমার স্বদেশ থেকে।

আমি সময়ের কাছে হেরে গেছি!

আমার আত্মা এখনো খুজে ফেরে' মনের শান্তি।

সেই পবিত্র ভূ দৃশ্য গুলো আসছে মাইল খানেকের মধ্যে!

আমার মন এখনও দোল খায়'

ঐ সব দেশের ভূমির জন্যে।

স্মরণে আমাদের হ্রদয় যখন সেখানে পরিপূর্ণ হাসি ভরে আছে।

এটা নিপতিত অশ্রু পদ চিন্হে!

এটা কোন ব্যাপার না?

কোথায় আমি আছি!

আর ভবিষ্যত কি নিয়ে আসে।

আমি মনে রাখব' সেই দির্ঘ ক্ষয়ে যাওয়া বছর গুলো।

একে আমি যেতে দেবো না,

আমি জানবো এর শেষ কোথায়?

সেরা বন্ধুদের জন্যে?

অনেক দূর আমার স্বদেশ থেকে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.