![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতিথী অভ্যর্থনা!
এসো আনন্দে আলোকিত সম্ভাবনার দুয়ারে,
মুসাফির বিব্রত!
যে চলে গেছে আসে কি ফিরে।
হে ফিরতি পথের লোক একটু ভাববে কি?
ভালবাসা পুরোটাই কি ছিল বাকী!
পায়ে সপলাম পাগরী!
এ যাত্রায় আমায় না মারো!
আছে যার তারি চাই আরো।
স্বাধীনতার অপব্যবহারে হানাহানী!
কে মারল কে মরল নির্ণয় ন জানি।
বহাল তবিয়তে দুষ্ট ছুরছে ধুলো!
যার নাই তার কি হল।
দুরাস্তায় দু মুখো সাপ!
ছোবল হানতে প্রস্তুত!
পেটে ভাতে মুটে,
ওতে শহীদি স্যালুট।
জুয়ারী এ হাতে ও হাতে,
দেশ বেঁচে কিনে।
অন্ধ ফকির সাতমাথার,
এ সবে কি জানে?
থাক শক্ত প্যাচাল,
মেহমান একটি দুখের গান ধরো!
আদার ব্যাপারী!
সুরের তানে জ্ঞান হারালো!
পূর্ণ পুন্য ব্যবহার চাই!
বাঁচার স্বাধীনতা আমি পূনরায় হারাই।
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন । কবিকে অভিনন্দন !
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
ফথরুল বলেছেন: ধন্যবাদ এভাবেই প্রেরণা দেবেন,
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
পরিবেশ বন্ধু বলেছেন: হারাতে থাকলে পাওয়ার আশা বাদ
একদিন হতে হবে ধুসর সংবাদ
সুন্দর কবিতা মালা
শুভেচ্ছা +