![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার সমস্ত দিন গুলো নরম এবং মেঘলা চলে গেছে,
তার সব স্বপ্ন শুকনো চলে গেছে!
তার সকল রাত্রি দু:খিত এবং ছায়াময় চলে গেছে!
সে উড়ে উড়ে দূরে যেতে প্রস্তুত হচ্ছে!
শহর জীবন সর্বস্বান্ত বানাতে পারে,
বালি এবং সমুদ্রের ধ্বনির জন্য,
উচ্চ বৃদ্ধির জন্যে জীবন তোমায় পারে ক্ষুধার্ত করতে,
সে সব জিনিস যা তুমি পাও না দেখতে।
উড়ে যাও উড়ে যাও উড়ে যাও উড়ে!
এই সমগ্র বিশ্বের আর কেউ নেই যেমন একাকী সে!
কোথাও যাওয়ার নেই জায়গা!
কোথাও সে থাকতে পারবে না।
সে খুঁজছে প্রেমীদের এবং শিশুদের খেলা!
সে খুঁজছে বসন্তের চিন্হ।
সে শুনতে চাচ্ছে হাসি এবং নাঁচের শব্দ!
সে শুনতে চাচ্ছে যে কোন জিনিস পুরোনো!
উড়ে যাও যাও উড়ে যাও উড়ে!
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
ফথরুল বলেছেন: ভাই আপনার সহচার্য খুব ভালো লাগছে' ধন্যবাদ
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
তার সমস্ত দিন গুলো নরম এবং মেঘলা চলে গেছে,
তার সব স্বপ্ন শুকনো চলে গেছে!
তার সকল রাত্রি দু:খিত এবং ছায়াময় চলে গেছে!
সুন্দর! সুন্দর!
ভালো লাগা রেখে গেলাম অনেক ।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
ফথরুল বলেছেন: ভাই
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
এবং ব্রুটাস বলেছেন: প্লাস।