নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

একটি উড়োজাহাজে যাচ্ছি

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

আমার সব ব্যাগ বাক্সবন্দী হয়ে আছে,

আমি যেতে প্রস্তুত আছি।

আমি তোমার দরজার বাইরে,

এখানে দাঁড়িয়ে আছি!

আমি তোমায় জাগিয়ে,

বিদায় জানাতে ঘৃণা বোধ করছি,

কিন্তু ঊষা ভাংছে!

এটা আগ মুহূর্ত প্রতুষে।

ভাড়াগাড়ী অপেক্ষায়,

সে তার ভেঁপু বাজাচ্ছে।

এখনই আমি এত একাকিত্ব'

বোধ করছি যে পারি মরে যেতে।

তাই আমায় চুম্বন কর' আমার তরে হাসো! বল -

আমায়' আমার জন্যে অপেক্ষায় থাকবে!

আমায় যেতে দিয় না' ধরে রাখো।

কিন্তু আমি একটি উড়োজাহাজে যাচ্ছি,

জানিনা ফিরব কখন!

ও মেয়ে আমি যেতে ঘৃণা বোধ করছি।

অনেক সময়ই আমি তোমায় হতাশ করেছি!

অনেক সময়ই আমি অভিনয় করেছি!

একটি জিনিস এখন বলছি-

সেগুলো কোন মানে বয়ে আনে না।

প্রতিটি জায়গা যেখানে আমি গিয়েছি,

আমি তোমায় মনে করেছি!

প্রতিটি গান আমি গাই' আমি তোমার তরে গাইবো!

যখন আমি ফিরে আসব' তোমার জন্য বিয়ের আংটি নিয়ে আসব।

এখন সময় এসেছে তোমায় ছেড়ে যাওয়ার!

তোমায় চুম্বন করতে দাও আরো একবার।

তোমার চোখ বন্ধ কর!

আমি আমার পথে থাকব।

স্বপ্ন সেই দিন আসবে' যখন আমায় আর একাকি থাকতে হবে না,

সেই সময় সমন্ধে আমি কিছু বলতে চাই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.