![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি সুধা তুমি দিয়ে গেলে!
শেষ তো আর করলে না!
পোড়া মন নিভতে জানে না।
এপাড়/উসপাড় ব্যাপার'
এমনি রটে- কেন ঘটে মানি না! ইশারাটা তোমারই
আবহাওয়া বৈরী!
এখন কিসের ছলনা?
পোড়া মন নিভতে জানে না।
আকাশ মাটি চুমে তোমায় স্বরি প্রতি দমে!
হীরের দামে কয়লা চিনি!
আমায় তুমি শুধু চিনলে না।
পোড়া মন নিভতে জানে না।
ও মন রে তোরে ভিতরে বাহিরে সর্বত্রে চাই!
কোনজন সুজন আর চিনিবারে নয় মন!
দেদারছে হোক দূখের জ্বালনা!
পোড়া মন নিভতে জানে না।
©somewhere in net ltd.