![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় কথা বলবে'
যেমনটা বলে থাকে,
তোমাকে আমারিই হতে হবে'
তেমনটা এ অনুভবে।
হঠাৎ বদলে গেলো দুটি মন,
হঠাৎই আবার মিলল নয়ন।
উল্টে গেলো পাশা!
মেনে নাও এই ভালবাসা।
চলো শর্ষের বিলে ছুটে চলি'
অনেক তো সময় গেলো মিছে!
না হোক একটু চলো ইচ্ছে'
যতটুকু আছে পুরোটায় পাখা মেলো।
মিটে যাক শত আশা!
মেনে নাও এই ভালবাসা।
শহরের কৃত্রিমতা গায়ে না মেখে,
দুরন্তপনাকে আশকারা দিয়ে এই বুকে!
একটু খানি স্বপ্নের ছোঁয়া দিও!
তোমার অপেক্ষায় হাজার গোলাপ নিয়ে নিয়ো!
বুঝে নাও চোখের ভাষা!
মেনে নাও এই ভালবাসা।
©somewhere in net ltd.