![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্নেহ ভড়া তোর কাখে আমার মাথা,
আমায় ঘুম পারাচ্ছিস তুই অচিন কোন গানে।
তোর চলে যাওয়ার পর আসহায় আমি'
আজও খুজে চলছি তার মানে।
মা ও মা ঐ আকাশ জানে আমি কি চাই,
তোকে হারানোর পর থেকে আজও আমার ঘুমের জোগান নাই।
বড় বদলে গিয়েছে সব,
বদলে গিয়েছে ভালবাসার ধরন।
কেহ ভালবাসেনি মাগো'
আজও তোর মতন।
স্মৃতি হাতরে কাদি হাসি'
মা তোকে যে বড় ভালবাসি।
শুধু রাতের আধার এলেই কেমন যেনো বদলে যাই।
মা ও মা ঐ আকাশ জানে আমি কি চাই,
তোকে হারানোর পর থেকে আজও আমার ঘুমের জোগান নাই।
ঐ রাতের তারাটি আমার খুবই প্রিয়,
যেন আমায় সে ডাকে প্রতিনিয়ত।
আমার বিশ্বাস তুই ওতেই আছিস,
ক্ষণে ক্ষণে আনমনে যেন ডাকিস!
আসছি আমি ভাল লাগছে না পৃথিবীর কুটিলতা,
মা মাগো আমার তরে খুলে রাখিস দরওজা।
তোর কোল ছাড়া যে মোর ঘুমের জায়গা নাই।
মা ও মা ঐ আকাশ জানে আমি কি চাই,
তোকে হারানোর পর থেকে আজও আমার ঘুমের জোগান নাই।
©somewhere in net ltd.