![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সস্তা কথার অবস্থায় যখন মরচে ধরে,
অন্ধকার নিঝুম ঘরে!
জলের দামে কি ফারাক পরে?
বুঝার যে বুঝে যায়,
শূন্যতার এতে কি আসে যায়?
পথের শেষে যখন আড়ষ্টতা চলে আসে,
কে তখন বুকে তুলে নেবে ভালবেসে।
ছেলে ভুলানো কথায় যে ফেঁসে যায়,
চোরাবালিতে নড়াচড়া তবে কি ভরসায়?
অধীনতা মেনে নিতে পারাটায়' দ্রোহ কি কথা বলে?
উপরি পেতে পেতে জলও অধিকার খাটায় নীলে।
উপলক্ষটা যেমনি হোক যে অকাতরে দিয়ে যায়,
তার সর্বশেষ অবস্থান হয় কাঠগড়ায়।
এই হলো ইতি' শেষ হয়েও হলো না,
পরিবর্তিত হচ্ছে ঠিকানা।
আমি বলি কি কারনে ভালবাসা ছাড়ো?
যার কোত্থায় ও যাবার সুজোগ নেই।
বুকে কেনো ভরসা নেই কারো?
বিশ্বাসের সাথে শ্রদ্ধা' স্পর্ধার অনেক বাইরেই।
©somewhere in net ltd.