![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐশী ভালবাসি বলেই আশায় আছি,
বিবাগি বলে হয়তো দূরে থাকি।
অধুনা আধুনিকতার হাওয়া গায়ে না মেখে,
সনাতন হৃদয় তাই মেপে মেপে'
দূরভাসেই তৃপ্ত থাকি!
ঐশী ভালবাসি বলেই আশায় আছি!!
হয়তো রাত্রী কালীন জটিল একাকিত্বকে দূরে ঠেলতে,
অন্য জনার ভেতর নিজেকে পালতে।
হয়েছো অচিন পাখি!
ঐশী ভালবাসি বলেই আশায় আছি।
হয়তো জনে জনান্তরে নিজ জ্যোতি বিকিয়ে,
হেয়ালীতায় নিজ চলন বাকিয়ে।
মুগ্দ্ধতায় দিয়েছো মাখি!
ঐশী ভালবাসি বলেই আশায় আছি।
ঐশর্য্য মায়ার ধুন কি আর সদা থাকে,
এ পৃথিবী এখনো টিকে আছে ভালবাসার ফাঁদে।
তোমাকেই খুজে নিতে হবে কোন জনা তোমার
তরে খাঁটি।
ঐশী ভালবাসি বলেই আশায় আছি!!
©somewhere in net ltd.