![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন স্বাধের রাশ টানাটানিতেই কেটে গেছে এতোটা বছর।
অনেক উচ্চাশা তিন রাস্তার মোরে নিজেদের লটকে দিয়েছে।
স্বপ্নবিচ্যুতি হয়তো কিছুটা সময় মেঘলা মনটাকে বরসার কাছাকাছি নিয়েছে।
তবুও অলিক কিছু ঘটবে এ আশাতে থাকে অবচেতন মন।
কে বা কারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, আসলেই ভাবনার বিষয়।
শতাব্দীর এ প্রান্তে এসে নিজেকে বড় বেমানান লাগে!
পুরো ধরাধাম এক পাশে নিজেকে ব্যস্ততার অভিনয়ে শ্রেষ্ঠ অভিনেতাকেও পিছু ফেলছে!
আর আমি একাকি দর্শক অবাক বিমুঢ়!
পেক্ষাগার ফেলে পালিয়ে বাচাতে পারছি না নিজেকে!
অভ্যেস বশত মাঝে মাঝে নিজের সাথেও অভিনয় করে যেতে হয়।
আয়নার সামনে এলে কেমন যেনো বড় অচেনা লাগে!
কি করা উচিত? আর কি করে যাচ্ছি!
©somewhere in net ltd.