নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

জানতে ইচ্ছে করে

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

তোমার বন্ধ জানালার সার্শি গুলান যেনো সাস্ত্রি,

পাহারায় থাকে সর্বদা! অবগুন্ঠনে রাখে তোমায়!

তবু নির্লজ্জ অমি তাকাই, নতুন করে পরতে হতশায়!

ওই তো সেদিন বিকেলে পাঠউদ্ধারে তাগাদা দিলে!

বন্ধু বাতাস' এক রাশ শুভবার্তায় কোন ফাকে এক

ঝলক তোমায় দেখালে!

তুমি মনে হয় ভ্রু কুচকে ছিলে!

তারো আগে হঠাৎ রাস্তার দিক পাল্টালে,

আমার চোখে কি দেখেছিলে?

অবশ্য এতোটা ভেতর বোধকরি দেখোনি!

যেখানটা পুরোটা তোমার দখল পেল।

এমন ই.. হা.. আহ.. আমার কোন এ অনুভূতি!

অবশ করে ফেলছে তোমার টুকরো স্মৃতির প্রেরনা।

ভালবাসা তোমার তরের অপেক্ষা অনাদীকাল থাকবে,

আমি তোমাকে চিরবসন্তের দেশভ্রমনে আমন্ত্রন

জানাচ্ছি!

আসবে আশা রাখি।

তোমার আকাশ কী এখনো-

একি রঙ্গে মনের ঘুলঘুলীতে স্বপ্নের আলপনায়

স্পর্শ রেখে যায়।

বড় জানতে ইচ্ছে করে....

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একটি কবিতা !

২| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এহসান সাবির বলেছেন: বেশ ভালো লাগলো।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

ফথরুল বলেছেন: আপনার সহচার্য খুব ভালো লাগছে' ধন্যবাদ:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.