![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সহসাই একে অপরকে চিনতে পারায় ঘাটতি থাকে'
কেমন যেন খুবই হতাশ একাকী চিলের চিন্তিত
চেহারা!
এমন কেন হয়?
সাবধানী চোখ ঘুমকে চোখ রাঙ্গায়।
প্রাণপন প্রচেষ্টা হামাগুরি দেয়া সময়ে মুখ
থুবরে থাকে,
দূরদৃষ্টি আটকে রয় ছাঁনি পরা চোখে!
একি বৃত্তে ঘোরপাক!
কার ভুল ছিল যেনো?
পক্ষান্তরে যুগের অধিক সম্পর্ক যখন-
বিশ্বাসের দোলাচলে কোনমতে টিকে রয়,
ছিঁড়ে যাওয়াটা অশোভন বলে হয়তো!
আমারই ভুল ছিলো নাতো?
খুব কষ্টে নিজেকে নুতন করে ভাঙ্গি'
শক্ত ভীত গড়ার প্রত্যয়ে!
কার ভুল ছিল যেনো?
আমারই ভুল ছিলো নাতো!
কি জানি' কেন এমন হয়?
©somewhere in net ltd.