নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

উড়ো চিঠি

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

পলক ফেলতে ফেলতে ই কিছু ঘটে গেলো,

হারালেম' পেলাম না কিছু!

যত দুখের গ্লানি!

তোমার তো অঢেল সুখ,

সেখান থেকে কিছু দেবে!

আমার বিষম দরকার'

হাসছো যে? হেয়ালী করছি না!

তথাকথিত ঘোষিত পরোয়ানা বের করেছিলে,

ধরা দিয়েছিলেম আপোষে!

খুব বেশ স্বপ্নে আচ্ছন্ন ছিলেম!

এখন শুধু শূন্যতা শেষে!

তোমার পোষা যেমন-

ছাপোষা জীবনে মানিয়ে নেয়'

আমি না হ্য় তেমন মেপে চলতেম!

ও কি ক্ষুধা! কিছুই নেই' কোথায় খুজি?

হারানো পলকের মত' হারিয়ে ফেল্লেম' তোমার..!

আমার সুদিন গুলো ফিকে হয়ে আসছে!

এমন সময় তুমি এলে সঙ্গোপনে,

কিন্তু অভিসার চলছে আপন গতিতে!

এবার এলো আরো চরম মুহূর্ত গুলো!

আমরা কিন্তু সর্বশেষ এত কাছাকাছি ছিলাম'

যেখান থেকে পরস্পর একে অন্যের শ্বাস

বুঝতে পারি!

তোমার ভাবনার পালে কি বসন্ত ছুতে পারে নি?

নাকি জাগোতিক মোহে আর সবার

মতো উচ্চবিলসি চাহনি?

উড়ো চিঠিতে কি সব লিখে যাচ্ছি?

আসলেই খুব ভালবেসে ফেলেছি!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল লাগলো !

২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

ফথরুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.