নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফথরুল

একজন সাধারণ মানুষ............মুগ্ধতা ঘিরে থাকে সর্বদা' এই আকাশ, এই বাতাস, ঘাস ফুল। একটি আকাঙ্ক্ষা মনের ভেতর লালন করি, কিভাবে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে একটু অবদান রাখা যায়।

ফথরুল › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষমান

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

বানের জলের মত শব্দের মিছিল -

একটু খানি আলো দেখার অভিপ্রায়ে'

মস্তিষ্কের অন্ধকার প্রকোষ্ঠে;

জট পাকিয়ে,

শেকল ভাঙ্গে!

দলছুট শব্দরা- নিজের মত বেড়িয়ে আসে,

একেকটা বাক্য হয়ে।

কিছুই করার থাকে না' সিকৃতি দেয়া ছাড়া।

এর পর একটু স্বস্তি।

তারপর আবার' বারংবার!

একঘেয়ে....

না বরঞ্চ যখন' অভিমানি শব্দরা লুকিয়ে থাকে-

নিউরনে নিউরনে' আধারকে বুকে ধারণ করে,

তখনকার অবস্থা আরো ভয়ানক।

যা হয় হতে দেয়াটাই বাঞ্চনীয়।

আর কিছু মানিব্যাগের ভাঁজে, সেলফে, ড্রয়ারে,

নয়ত কম্পিউটার বা মোবাইলে অপেক্ষমান।

মানসম্মত কি না সেটা সমালোচকের দুয়ার।

সেখানে কবি নির্বাক।

যেটা যতবেশি সমালোচনার কাঁচিতে ক্ষতবিক্ষত'

সেটাই পাঠকের কাছে আগে পৌছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

ফথরুল বলেছেন:
ধন্যবাদ’ এভাবেই প্রেরণা দেবেন,
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.