![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধরা ভুলে ভালবাসা,
কি কারনে ছেড়ে গেলে?
বলো না কি পেলে?
তুমি বলো না কি হারালে?
অধরা...
সুখের ফাল্গুধারা ছিল আমার মনের মাঝে,
সারটা দিন সাথেই ছিলাম হারলাম কেনো সাঝে?
অধরা ভুলে ভালবাসা,
কি কারনে ছেড়ে গেলে?
অমনিশার আধার কাটলে জানি ফিরে আসবে,
ঠিক আগের মত করেই জানি ভালবাসবে!
অধরা ভুলে ভালবাসা,
কি কারনে ছেড়ে গেলে?
দীর্ঘশ্বাসের একাকি প্রহর শুধু তোমায় ভেবেই যাই,
প্রতি রাতে অবচেতনে তোমায় শুধু ফিরে পাই!
অধরা ভুলে ভালবাসা,
কি কারনে ছেড়ে গেলে?
বলো না কি পেলে?
তুমি বলো না কি হারালে?
অধরা...
©somewhere in net ltd.