![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাললাগা ভাসা ভাসা মেঘ,
ভালবাসা সেথা রামধনু।
রবি কিরণ সুখের হাওয়ায় ভেসে,
যবে দেয় পরস্পরে চুমু।
আষাঢ়ে গল্প ও ধুনে টিকে যায়;
ধ্যানমগ্ন ঋষীও পথ হড়কায়,
ভালবাসা তবু না হারায়।
হারিয়ে যায় শূন্যতার অবগুন্ঠন;
এরি মাঝে অসীময়তাকে ছুতে চাওয়া প্রাণপন,
লৌকিকতাকে পাঠিয়ে নির্বাসন।
চারদেয়ালকে স্মৃতিবহ করে,
সোনালী আলপনায় সাজ।
পরস্পরের অর্জিত সুখ,
পরস্পরের তাজ।
ধরিত্রীর ধূসরতা ম্লান করতে;
হুতুমের মুখে হাসি ফুটাতে,
আরেকটু বাঁচার স্বাদ পেতে।
ভালবাসার জুড়ি মেলা ভার;
অতিশিপরের টিকে থাকা সংসার,
সীমাহীন সুখের উপাচার।
©somewhere in net ltd.