![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হইহুল্লোড় করতে করতে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষাথীরা বলাকাতে দেখে এলাম ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি ছবিটি। মুভির শুরুটা বেশ ভালোই হলো।মুভির গ্রাফিক্স এর কাজ ভালোই ছিল। অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো ছিল।আরেফিন শুভ ও মাহির অভিনয় বেশ ভালো ছিল। আরেফিন শুভর আইপ্যাড এর পাসওয়ার্ড মাহি কিভাবে পেল তা আমার বোধগম্য হয় নি। কিছু সংলাপে নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে যা আমার খুব খারাপ লেগেছে। সংলাপ গুলো হল-
১. ফার্মের মুরগীতে অরুচি ধরে গেছে, এখন দেশী মুরগী চাই… জাস্ট লাইক ইউ (নায়িকা সম্পর্কে) ।
২. বস ইজ হেভিং ফান ।
৩. ব্রাদার অনেকদিন শিকার ধরি না, একা একা বসে থেকে বোর হয়ে গেলাম, শুনেছি অনেক দিক শিকার না করলে বাঘ ও নাকি শিকার ভূলে যায় ।
©somewhere in net ltd.