![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১শে ফেব্রুয়ারী, ২০১৪ সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মান জানিয়ে টিএসসিতে বসে আছি তখন জানলান আজ মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত সারা আফরীন প্রযোজিত একটি বাংলাদেশি চলচ্চিত্র শুনতে কি পাও! নামটি শুনেই বেশ আগ্রহ হলো সিনেমাটি দেখার। বিকালে স্টার সিনেপ্লেক্সে গেলাম দেখতে। সিনেমাটি আইলা দুর্গত খুলনা অঞ্চলের মানুষদের নিয়ে করা। ২০০৯ সালে বাংলাদেশ আইলা নামক যে ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়, এর পরবর্তী সমাজব্যাবস্থার উপর নির্মিত এই চলচ্চিত্রটি।জলোচ্ছ্বাসে আর সবার মত রাখী-সৌমেনের ঘরও ডুবে গিয়েছে। তারা ঠাঁই নিয়ে ভেড়িবাঁধে। শুরু নতুন এক জীবন। যে জীবনের প্রতিটি স্তরেই রয়েছে নতুন ভীতি, নতুন আশংকা। কিন্তু সব বাধাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চায় তারা।ছবির কাহিনি বেশ স্লো। প্রথম ৪০ মিনিট তো কাহিনির কিছুই বুঝি নাই।যখন শেষ হইলো , অবশিষ্ট দর্শকের প্রাণবন্ত হাত তালি।না,এন্ডিং এর জন্য নয়, ছবি শেষ হয়েছে সেই খুশিতে।তবে আমার সিনেমাটি ভালো লেগেছে।
©somewhere in net ltd.