![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলাকাতে দেখলাম নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। পরিচালক মাসুদ পথিক সিনেমাটিতে গ্রামীণ এক সরল ও পঙ্গু মুক্তিযোদ্ধার বঞ্চনার কাহিনি চিত্রয়িত করেছেন। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী গ্রামীণ কলুষিত রাজনীতি এবং শহুরে রাজনীতির দোলাচল, প্রেম ও প্রতিবাদের অনুপম কাহিনি স্মৃতির বাস্তবতাকে নাড়িয়ে দেয়। এ ছাড়া সর্বপ্রাণবাদী মন ও নিসর্গ প্রেমের চিত্রও বিশেষভাবে ফুটে উঠেছে এই ছবিতে।
মাসুদ পথিকের প্রথম চলচ্চিত্র এটি।নির্মলেন্দু গুন ও কবি অসীম সাহাসহ নবীন প্রবীন মিলিয়ে ১৫ জন কবি অভিনয় করেছেন এ চলচ্চিত্রে। আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, প্রবীর মিত্র, শিমলা, জুয়েল, বাদল শহিদ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি। নেকাব্বরের মহাপ্রয়াণে শিমলার চরিত্রটির নাম ফাতেমা।কবি নির্মলেন্দু গুনের বন্ধু নেকাব্বরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছে শিমলা। ছবিতে গ্রামের সরল এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে।গ্রামীন বৈচিত্রের ভেতর দর্শক শিমলাকে দেখবেন নতুন এক রুপে। এছাড়া দেশের প্রথিতযশা বাদ্যযন্ত্রশিল্পীদের সুরের মূর্ছনা সিনেমাটি উপভোগে নতুন মাত্রা যোগ করেছে।
ছবিটির গান পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, বেলাল খান, অসীম সাহা প্রমুখ। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, প্রিয়াংকা গোপ ও বেলাল খান। গীত রচনায় নির্মলেন্দু গুণ, মাসুদ পথিক, অসীম সাহা, সাইম রানা প্রমুখ।
সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।
২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:১৫
ফরহাদ রেজা যশোর বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
ধন্যবাদ
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯
আরজু পনি বলেছেন:
সিনেমাটা খুব দেখার ইচ্ছে ছিল...কখনো সুযোগ পেলে হলে যেয়েই দেখার চেষ্টা করবো।
ভালো লিখেছেন ।
অনেক ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ব্লগে এখন মুভি রিভিউ দেখি খুব কম ...
আপনাকে সাধুবাদ সুন্দর পোস্টটার জন্য ...