নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

foyaz chowdhury

foyaz chowdhury › বিস্তারিত পোস্টঃ

সৃজনশীল

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫

উদ্দিপকঃ মিজান সাহেব বিদেশ থেকে অনেক সোনা-গহনা নিয়ে এসেছেন। গ্রামে এসে তিনি প্রায় ঢোল পিটিয়ে মানুষকে তা জানানোর উপক্রম। এসংবাদ গকু ডাক্কুর কাছে পৌঁছতেই তার কুনজর পড়ে মিজান সাহেবের সোনা-গহনার প্রতি। একদিন রাতে মিজান সাহেব ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়লে গকু ডাক্কু সুযোগ বুঝে সব গহনা ছিনিয়ে নেয়।
মিজান সাহেব এলাকার মাত্তাবর আজিজ সাহেবের কাছে নালিশ করেন। আজিজ সাহেব গকু ডাক্কুকে ডেকে এনে শাস্তি দেন। এবং তিনি মিজান সাহেবকে সতর্ক হতে বললে তিনি বলেন আমার সম্পদ আমি যা ইচ্ছা করব।
ক) ডাকাতি কাকে বলে??
খ) কেন মিজান সাহেবের সম্পদের উপর গকু ডাক্কুর কুনজর পরে??
গ) উদ্দিপকে মিজান সাহেবের কাজের সাথে তনু, রিশা ও টিএসসি মোড়ে লাঞ্চিত মেয়েদের মিল দেখাও।
ঘ) "আমার সম্পদ আমি যা ইচ্ছে করবো" বক্তব্যটি মূল্যায়ন কর।

ক) জ্ঞানঃ অন্যের সমপদ জোরপূর্বক ছিনিয়ে নেওয়াকে ডাকাতি বলে।

খ) অনুধাবনঃ মানুষের একটি জন্মগত স্বভাব হল লোভ। ভালো মানুষ সর্বদা লোভ সামলে রাখে। কিন্তু পৃথিবীতে যেমন ভাল মানুষ আছে তেমনি আছে খারাপ মানুষ। তাই মিজান সাহেবের সম্পদের কথা সবার সামনে বলে বেড়ানোর কারনে গকু ডাক্কুর লোভের কুনজর তার সম্পদের উপর পড়ে।

ঘ) প্রয়োগঃ অধিকাংশ মানুষেরই সাধারণ সম্পদের চেয়ে নারীর প্রতি লোভ বেশি হয়। কেননা নারীকে সৃষ্টি করা হয়েছে অঢেল সৌন্দর্য দ্বারা। যা মানুষকে সম্পদের চেয়ে বেশি আকৃষ্ট করে।
মিজান সাহেব যেমন তার সম্পদের কথা সবার কাছে প্রচার করে বেড়িয়েছেন ঠিক তেমনি তনু, রিশা ও টিএসসি-তে লাঞ্চিত মেয়েরা তাদের সম্পদ তথা সৌন্দর্য সকলের সামনে দেখিয়ে বেড়িয়েছে। ফলে গকু ডাক্কুর ন্যয় দুষ্ট লোকের কুনজর পড়েছে তাদের সৌন্দর্যের উপর। এটাই মিজান সাহেবের সাথে রিশা, তনু ও টিএসসি মোড়ে লাঞ্চিত মেয়েদের মিল।

ঘ) উচ্চতর দক্ষতাঃ সম্পদ মানেই তার চাহিদা হল রক্ষণাবেক্ষণ। যে ব্যক্তি সম্পদ উপার্জন করে কিন্তু রক্ষণাবেক্ষণ করে না তার দৃষ্টান্ত হল ফুটা পাত্রে পানি জমানোর মত। ফুটা পাত্রে আমি যতই পানি ঢালি দিন শেষে আমি খালি পাত্র হাতই বাড়ি ফিরব।
তাই আজিজ সাহেব গকু ডাক্কুকে শাস্তি দেওয়ার পর মিজান সাহেবকে যে উপদেশ দিয়েছেন তা আমি যথার্ত মনে করি। কেনন। কিছু সম্পদ তো এমন আছ যা ডাকাতকে শুধু শাস্তি না, হাজার বার ফাঁসি দিলেও মিজান সাহেবের সোনা-গহনার ন্যয় ফিরিয়ে আনা সম্ভব না। আর এজন্যই আমি মিজান সাহেবের উক্ত বক্তব্যের বিরোধিতা করি এবং এই ডাকাতির ঘটনায় তাকেও আংশিক অপরাধি মনে করি।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.