![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল কুরআন নিজেই মানবজাতিকে চ্যালেঞ্জ করেছে, পারলে তার মতো আরেকটি ধর্ম গ্রন্থ লিখে দেখাক। অথচ প্রায় ১৫০০ বছর ধরে আজ পর্যন্ত কেউই তা করতে পারে নাই। আর পারবেও না। ইউএসএতে গবেষণায় তাই প্রমাণিত হয় যে আল কুরআন মানুষ লিখতে পারে না। কিন্তু কিছু লোক আল কুরআনের ভুল বের করতে ওস্তাদ! বিজ্ঞান যতই এগিয়ে যাবে আল কুরআন সত্য বলে প্রমাণিত হতেই থাকবে। এতো সুন্দর বিজ্ঞান ও সাহিত্য সমৃদ্ধ গ্রন্থ কোন মানুষের পক্ষে লিখা পসিবল না। রেফারেন্সে বাংলা ভিডিও দিলাম দেখার জন্য। আমার খুবই ভালো লেগেছে। সবাই দেখুন ও শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০
আমারনামবিডি বলেছেন: যে বক্তা তাকে কি চ্যালেঞ্জ জানাবেন ?? জানাতে চাইলে স্বাগতম। তার সাথে সরাসরই এই বিষয়ে কথা বলুন। আমাকে কল করতে পারেনঃ ০১৯১৭২৫৭৫৫৭ (ফয়সাল)। আমি আপনাকে হেল্প করবো। বক্তা কলাবাগান থাকেন। আমি ফার্মগেট থাকি।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
হানিফঢাকা বলেছেন: Dear Brother,
It is not a matter for challenge. What I said in reply to your writing is a fact. I read many of his (Rashad Khalifa)articles without knowing his claim of messengership, and found that man was genius. But later, when in one article I found he declared himself as messenger by this 19 number, I became curious and tried to find out his biography. If you search in Wikipedia, you will find the same thing is also written about him. His claim was audacious (messengership and regarding last two verse) and he was assassinated.
Therefore, I raise very simple question. I just want to know the view of the writer or whoever says it regarding the last two verse, if possible. That's all.
Thanks
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩২
নতুন বলেছেন: উইকি লিংক>> http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa
Khalifa said that he was a messenger of God and that the archangel Gabriel "most assertively" told him that chapter 36, verse 3, of the Quran, "specifically" referred to him.
He wrote that the Quran contains a mathematical structure based on the number 19 and made the controversial claim that the last two verses of chapter nine in the Quran were not canonical, telling his followers to reject them.
তিনি সুরা 9 At-Tawba আয়াত ১২৮-১২৯ দুটিকে মানতেন না..
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯
আমারনামবিডি বলেছেন: অনেক মুসলিম আছে যারা আল কুরআনের অনেক আয়াতে বিশ্বাস করে না। তবে হ্যাঁ আমি বলতে, আপনার কোথাও আমার খুব ভালো লেগেছে। যে স্যারের ভিডিও দেখলেন এটা এটিএন বাংলায় প্রচারিত ভিডিও প্রোগ্রাম। তিনি আমাকে দিয়েছিলেন ইউটিউবে আপলোড করার জন্য, আমি করেছি। আমার অনুরোধ থাকলো, আপনি সরাসরি কথা বলেন এই বিষয়ে। তাহলে আরও ভালো হয়। আশা করি যে আপনি আমার অনুরোধ রাখবেন।
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
হানিফঢাকা বলেছেন: Brother what do you mean by "অনেক মুসলিম আছে যারা আল কুরআনের অনেক আয়াতে বিশ্বাস করে না। "?? Anybody who claims to be a Muslim, must believe all of the Quran. There is no way to deny a single verse of Quran as long as he a Muslim.
Can you plz give some examples of this?
৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
আমারনামবিডি বলেছেন: আমার ১ স্টুডেন্ট তাবলীগ করে। তার ভাষায় আল কুরআনে নাকি ভুল আছে !! জানি না যে এই জন্য দোষটি কার ?? ভুলের কথা সে নাকি কোন হুজুরের থেকে শুনেছিলো। যাই হোক, আমি আপনাকে বলব যে, ভিডিও সংক্রান্ত কোন কথা বলতে চাইলে ভাই ফেস টু ফেস বললে ভালো হয়। আশা করি এই শুক্রুবার আমি ঐ স্যারের বাসায় যেতে পারি। গেলে আপনার কথা বলবো। দেখি তিনি কি বলেন আমাকে।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০
আমারনামবিডি বলেছেন: রাশেদ খলিফা টুসকোনিন, এরিজোনাতে ইমান হিসাবে কর্মরত থাকাকালীন যখন এই থিওরি আবিস্কার করেন, তখন তিনি কোন ক্ষেত্রেই তার "ভিজুয়াল রিপ্রেজেন্টএশন" বইয়ে এই বিষয়ে কোন দাবি করেন নাই। পুরো সুরা তওবা তিনি আল কুরআনের অংশ বলেই বিবেচনা করেন।
পরবর্তী পর্যায়ে তিনি নিজেকে নবী দাবী করে যখন মুরতাদ হয়ে জান তখন তিনি সুরা তাওবার শেষ ২ টি আয়াত আল কুরআন থেকে অন্যায়ভাবে বাদ দেন। এতে তার থিওরির কোন চেঞ্জ হয় নাই।
আমরা যদি ইহুদী ধর্মের অনুসারী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দিয়ে পবিত্র মিরাজ বুঝাতে পারি, তাহলে রাসেদ খলিফার তথ্য দিয়ে পবিত্র কুরআনের অলৌকিকতা বুঝাতে আপত্তি কোথায় ??
৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬
হানিফঢাকা বলেছেন: send me ur e-mail address
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
আমারনামবিডি বলেছেন: [email protected]। আমি যে মন্তব্যটি করেছিলাম, সেটি ছিল ঐ বক্তার বক্তব্য। আমার নিজের না।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
হানিফঢাকা বলেছেন: Well, you are convinced with the myth of number 19 ? There are also some articles written and proved that this mathematical miracle is a fallacy, though in many cases it exist. But this is not relevant our religious faith. People have a tendency to accept something mysterious.
Now some facts about number 19:
1. It was invented by Dr. Rashad Khalifa
2. By this 19, he claims himself a messenger of Islam? Do you believe it?
3. To prove this number 19 fact, he said the last two verse of chapter 9 were injected by man and therefore,not God's word. So, to hold number 19 be true, you have to delete last two verse of chapter nine of the Quran.? So, do you want to delete of these two verse? if not number 19 will not hold.