![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। কিন্তু দিবো কাকে !!! সবাই তো ভোটের পর জনগণদের ভুলে যায়। ভাবখানা এমন যে কিছুই বুঝে না ও জানে না!! যে দল জিতবে সে বলবে যে জনগণ আমার সাথে আছে। আর যে হারবে সে বলবে যে ভোটে কারচুপি হয়েছে !!! মানে হোল যত দোষ নন্দ ঘোষ!! তাই আজ আমি আর ভোট দিবো না। কারণ যারা ইলেকশনে দাড়ায় তাদের অনেকেই দুর্নীতিবাজ বা খুনি হয়ে থাকে, ভালো মানুষ এই ধরণের রাজনীতি কমই করে থাকে। মনে করেন আমি যে প্রার্থীকে ভোট দিবো, সে যদি জয়ী হয়ে কোন মানুষকে খুন করে বা দুর্নীতি করে তাহলেও তো আমিও অলিখিতভাবে পাপী হয়ে যেতে পারি। কারণ আমার দেওয়া ভোটের কারনে সেই ব্যক্তি ক্ষমতায় এসে মানুষ হত্যা করে, তাহলে আমিও ১ প্রকার খুনি !! আর সেই রাজনীতিবিদ যদি আমার কোন পরিবারের সদস্য বা আত্মীয় বা বন্ধুর ক্ষতি করে তাহলে কি করবো !! ভোট তো আমিই দিয়েছিলাম , তখন মনে পরবে। মাস খানেক আগে ১ বার পত্রিকায় দেখেছিলাম যে তসলিমা নাসরিন বলেছে, যে তার যদি ভোট দিবার ক্ষমতা থাকতো তাহলে সে নাকি "না" ভোট দিতো। কিন্তু এখন তো সেই সুযোগ নাই !! যাই হোক ভোট কেন্দ্রে গেলাম না। ঘরেই বসে থাকি। তাও ভালো।
©somewhere in net ltd.