নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারনামবিডি

আমি ১ জন স্টুডেন্ট। এমবিএ পড়ছি।

আমারনামবিডি › বিস্তারিত পোস্টঃ

বিজনেস ছাড়া গতি নাই। জব করে ভালো কিছু পাওয়া অনেক কষ্টকর।

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১০:৩৪

বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বিগত ৮ মাসের আমার চাকুরির অভিজ্ঞতা থেকে যা বুঝলাম যে জব করে ভালো কিছু পাওয়া কষ্টকর। আর ভালো জব পেতে রেফারেন্স লাগেই। রেফারেন্স মানে হোল টাকা বা মামা- চাচা বা খালু বা অনেকে ২ টাই বুঝে। আবার অবনেকেই প্রতারণার শিকার হয়। আমার ১ ফ্রেন্ডও গত কয়েকদিন আগেও হয়েছিলো। যাই হোক অল্প অল্প করে বিজনেস স্টার্টের দিকে এগিয়ে গেলাম চলতি সপ্তাহ থেকেই। আশা করছি যে বিজনেসে ভালো কিছু হলে অফিস সেটআপ করে কিছু হলেও বেকার সমস্যা সমাধানে সমাজে অবদান রাখবো। টাই সবাইকে অনুরোধ করছি যে আমার বিজনেস বড় করতে আমাকে হেল্প করুন। Garments Stocklot News নামে ১ টি পেজ খুলেছি। বাংলাদেশে ভালো কিছু করতে হলে গার্মেন্টস বিজনেস ছাড়া অন্য কিছু করতে গেলে আমার ধধারণা অনেক কষ্ট করতে হবে। তাই এটাই বেছে নিলাম শেষ পর্যন্ত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:২৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: কতটুকু কি হল?

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:০২

আমারনামবিডি বলেছেন: মাত্র ২/৩ দিন হোল স্টার্ট করেছি। কাজ শিখছি। দেখা যাক কত দূর এগোতে পারি।

২| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:১০

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.