![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লীগ / দল / জামাত আমি কোন দিনই সমর্থন করতে চাই না। এটাো যদিও ১ প্রকার গণত্রন্ত্র। যারা সাধারণ মানুষ তারা তাদের পেট ঠিক রাখতে পারলেই খুশি। আমিো সাধারণভাবে চলতে চাই আর দশটা মানুষের মতো। চাইনা কোন জাতিগত বিভেদ। চাই না কোন ধার্মিক সংঘাত। চাই বাচতে। তবে কিছু লোক মনে করে যে, কোন ১ টি দল সাপোর্ট করা উচিত। তবে আমি আবার জীবনে শুধু ১ টি ক্ষেত্রে তসলিমা নাসরিনকে সাপোর্ট করতে চাই। তা হোল যে তার যদি ভোটে দিবার সুযোগ থাকতো সে নাকি না ভোট দিতো!! আমি অনেক দিন আগে ১ টি পেপারে দেখেছিলাম। খবরটি সঠিক কিনা আমি তাও জানি না। স্বাধীনতার এতোগুলো বছর পার হয়ে গেল, অথচ আমাদের বাহিরের দেশ শোষণ করতে চায় বিভিন্ন দল দিয়ে। সবাই নিজেদের নিয়ে বিজি। খেটে খাওয়া মানুষদের কথা কারোর কি মাথায় আসে না !! ?? বুঝলাম না কিছুই !! তবে আবার গতকাল জাতীয় ১ টি পেপারে দেখলাম যে দেশে নাকি বাহিরের দেশ থেকে শুল্ক মুক্ত চাল আমদানির কারনে দেশী চালের বাজার অনেক খারাপের দিকে যাচ্ছে। আমার টাঙ্গাইলের ১ ফ্রেন্ড আছে, যারা চালের বিজনেস করে, তাতদের বিজনেস নাকি বিগত ৫ বছর ধরে খারাপ যাচ্ছে। এটা কোন মতেই কাম্য না। বাংলাদেশে দরকার এখন ১ টি মাহাথিরের।
কবির ভাষায় যাকে বলে "রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী"
©somewhere in net ltd.