| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উজির সাহেব দরবারেতে
আসতে হলো দেরী,
এই কারণে রাজা মশাই
চটেছে ভীষণ ভারী। ![]()
বলল ডেকে উজিরেরে
দেরী কেন হলো ?
সত্য বলো - না হয় কিন্তু
শির তোমার গেল। ![]()
ভয়ে কেঁপে - বলল উজির
আমার যে দোষ নাই
ছোট্ট শিশুর আবদার ছিল
মেটাতে হলো তাই। ![]()
ছোট্ট শিশুর চাওয়ায় তুমি
হয়ে গেলে কাত ?
ডেকে আনো , তাকে আমি
দেখে নেব এক হাত। ![]()
আনা হলো শিশুটি কে
দরবারেতে তাই
বলল রাজা - " ও হে শিশু
বলো কি কি চাই ?"![]()
বলল শিশু ছিচকে কেঁদে
একটি মাটির হাড়ি,,,
এক্ষুনি দাও - নইলে কিন্তু
তোমার সাথে আড়ি। ![]()
বলল হেসে রাজা মশাই
একটি মাত্র হাড়ি !!!
কে কোথায় আছিস তোরা
এনে দে তাড়াতাড়ি। ![]()
বলল রাজা - ও হে শিশু
বল আর কি চাই ?
তোমার জন্য আজকে আমার
কোনো মানা নাই। ..![]()
ছিঁচকে কেঁদে বলল শিশু
চাই না আমি বাঘ
হাতি এনে না দিলে তবে
করব আমি রাগ। ![]()
বলল হেসে রাজা মশাই
একটি মাত্র হাতি ?
হাতি শালের হাতি আনো
যাহা উত্তম অতি। ..![]()
বলল রাজা - ও হে শিশু
আর কি করতে পারি ?
কি কাজ করে- কি দিলে বলো
শেষ হবে আবদারী ?![]()
(ছিঁচকে কেঁদে। ...)
হাড়ির মধ্যে হাতিটি যদি
না দাও এবার ভরে
কারো কথা শুনবনা তবে
কাঁদবো আমি জোরে। ...![]()
![]()
©somewhere in net ltd.