| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম কাতুরে আমার দেহ
বশ করেছে ঘুমের মোহ..
শিরায় শিরায় হরতাল
হচ্ছি যে তাই টাল মাটাল...![]()
চোখের পাতা দশ কেজি
করতে বহন নই রাজি
মাথার ভেতর অবরোধ
করছেনা কাজ কোনো ই বোধ।![]()
ঘুমের সাথে চলছে লড়াই
ঘুমকে এখন কেমনে হারাই?
চট জলদি এক কাপ চা
ঘুমের গায়ে পড়ল যে ঘা. ![]()
এক ঘায়েতেই হলো কাজ
ঘুম দেবতার হলো যে লাজ
লাজে দৌড় লেজ গুটিয়ে
হাসছি যে তাই মিট মিটিয়ে
ঘুম দেবতার প্রতিশোধ ![]()
হারিয়ে ফেলেছি তন্দ্রাবোধ ![]()
তিন রাত্রি হলো যে পার
ঘুমের দেখা নাই যে আর....
ও ঘুম তুমি আসনা
এইত মনের বাসনা
হবেনা লড়াই তোমার সনে
এই কথাটি ই থাকবে মনে। ....![]()
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৩
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন:
২|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫
নূর আদনান বলেছেন: বাহ্ চমেৎকার ঘুমের ছড়া, বেশ ভাল্লাগলো....
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
রবিন একা বলেছেন: মজা পাইলাম