![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন হতাশাগ্রস্ত। দৈনন্দিন শ্বাস প্রশ্বাস এর মতই হতাশা আমায় আষ্টে-পিষ্ঠে বেঁধে রেখেছে।
যদিও হতাশা শব্দটি পাওয়া এবং না পাওয়া এই দুটি বিষয়ের সাথে জড়িত , তথাপি আমার হতাশা যেন এর ও উর্ধ্বে।
সফলতাকে যদি কুক্ষিগত করে রাখা যেত, তাহলে বোধয় আমি ই হতাম পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর। আমার এই নিষ্ঠুর চিন্তা ই আমাকে সফলতা থেকে যথেষ্ঠ দুরে ঠেলে দিয়েছে। আর এই সুযোগে ব্যর্থতা এবং হতাশা বন্ধুত্ব করে নিয়েছে আমার সাথে।
ইদানিং নিজেকে ডুবন্ত-প্রায় কোনো জাহাজের নাবিক মনে হয় , যার স্বপ্ন গহীন সাগরে তলিয়ে যাচ্ছে। যার আশা সাগরে জ্বলে ওঠা ফসফরাসের মত চোখের পলকে মিলিয়ে যাচ্ছে।
নিরপেক্ষ অবস্থান থেকে অনেকেই হয়ত উপদেশ দিতে পারে, উঠে দাড়াবার প্রেরণা দিতে পারে, কিন্তু শক্ত অবস্থানে ফিরে যাওয়াটা যে কি কষ্টের, তা স্ব-অবস্থানে না থাকলে অননুমেয়।
আমি জানি - আমাকে ধরে নিতে হবে যে এটাই শেষ নয়, আমাকে বাস্তবতার সাথে নিজের আকাঙ্খাকে সমন্ময় করতে হবে; আমাকে সামনে এগিয়ে যেতে হবে নবউদ্যমে। কিন্তু যা জেনে নেয়া যায় তা কি এত সহজে মেনে নেয়া যায় ?
যেকোনো মন্দ ফলাফলকে আমরা সাধারণত ভালো ভাবে নেই না , আমরা এটিতে দোষারোপ করি অতীতের সংমিশ্রনে। আমি এক্ষেত্রে আমার অতীত কে দুষতে চাই না, কারণ এটি আমার বর্তমানেরই একটি অংশ।
এত কিছুর পর ও আমি অবলীলায়ই হয়ত বলে যাব সবচেয়ে প্রচলিত মিথ্যা কথা - " আমি ভালো আছি "
©somewhere in net ltd.