![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে গুলো যায় যে ছুটে
নীল গগনের পানে
বিশালতার আবাহনে
সিক্ত হতে স্নানে।
নীল গগনের অলংকার ঐ
সাদা সাদা মেঘ
ইচ্চ্গুলোর লুটোপুটি
একের পর এক।
স্নিগ্ধ পবন দিই পাঠিয়ে
রঙিন ইচ্ছে পানে
সেই পবনে যাচ্ছে ছেয়ে
ইচ্ছে সব খানে।
হাতে তো নেই ইচ্ছে নাটাই
ইচ্ছে টেনে ধরি
মেঘের বন্ধু ইচ্ছে আমার
ছুটছে পড়ি মরি
যা ছুটে যা ইচ্ছে তোকে
মুক্ত করে দিলাম
রাত আকাশের তারা হয়ে
জানিস তোর্-ই ছিলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ+++