নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিন্তা করি....সুতরাং আমি অস্তিত্বশীল

সাজ্জাতুল ইমরান ফয়সাল

একজন সাধারণ মানুষ

সাজ্জাতুল ইমরান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

প্রিজমা বিড়ম্বনা

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪



আজকাল যেটাকে প্রিজমা বলা হয় তা কিন্তু অনেকটাই বাংলা সিনেমার পোস্টারের আদলেই সৃষ্ট। খুব কাছ থেকে পোস্টার গুলো লক্ষ্য করলে দেখা যাবে - মুখমন্ডলের মধ্যে বিন্দু বিন্দু পানির ফোঁটার মতো ডিজাইন করা। সব ছবি ই যেন দর দর করে ঘামছে। কিন্তু একটু দূর থেকে দেখলেই সেটা আর মনে হবে না। ঠিক এই কারুকার্যটাই দেখছিলাম খুব মনোযোগ দিয়ে।
তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এ পড়ি। জলসা সিনেমার সামনে দিয়ে বায়োলজি স্যার (তালেব স্যার ) এর বাসায় যাচ্ছিলাম। সিনেমা হল এর সামনের দেয়ালের পোস্টার এর প্রিজমা কারুকার্য দেখতেই সেদিন নিজের অজান্তেই দাঁড়িয়েছিলাম। খুব মনোযোগ দিয়ে দেখছি- এমন সময় কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। ঘুরে তাকিয়েই দেখি - তালেব স্যার !!!!!!!!!!!!!!! স্যার বললেন " কি বেপার?" এ কথা শুনে বললাম - না মানে ,..ইয়ে...বলতে বলতে আবারো পোস্টার এর দিকে সামগ্রিক ভাবে তাকাতেই দেখি ময়ূরী আপা পোস্টারের ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছেন।
আমার তো তখন "কেউ আমারে মাইরালা " সিচুয়েশন।
স্যার বললেন - আমার বাসার দিকেই যাচ্ছ নাকি ?
জ্বি স্যার।
চলো একসাথেই যাই।
সেদিন আমি কোনোভাবেই স্যার কে বোঝানোর সুযোগ পাই নি - যে আমার দৃষ্টি ছিল প্রিজমাটিক কারুকার্যের দিকে , ময়ূরী অপার দিকে না !!!!!!!!!!!! কারণ- ঘটনার আকস্মিকতায় গলার শব্দ বন্ধ হয়ে গিয়েছিলো।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমার দৃষ্টিও তাই ;)

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :P

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আহারে তখনতো আইেফান সেভেন ছিল না! স্যারের কি দুষ ছবি দেখে পুলার ক্যারেক্টার নিয়ে কিছু ভাবলে ;) :P

আসলেই এমন বিব্রতাবস্থায় হতভম্বই হতে হয়!



২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: আসলেই - সেদিন স্যার যে কি ভেবেছিলেন তা কেবল মাত্র তিনি ই জানেন / :P

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

আহা রুবন বলেছেন: বর্তমানের স্মার্ট ছাত্র হলে নিশ্চয়ই বলতেন, চলেন স্যার আজ আমিই আপনাকে দেখাব। :-P

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :P

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: Click This Link

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

আমির ইশতিয়াক বলেছেন: স্যারযে আপনাকে কিছু বলে নাই।

২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: হয়তো এমন এক বিতর্কিত ও দৃষ্টিকটু বিষয় নিয়ে উনি ই আমাকে বিব্রত করতে চাননি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ময়ূরী আফারে দেখলে দুষ কী?

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: না মানে, ময়ূরী আপা অনেক পর্দানশীল কিনা , তাই পর পুরুষের ওনার উপর নজর দেওয়া নিষেধ। :D

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

Neerja বলেছেন: দুঃখ জনক আগমন।

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.