নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলফোঁটার স্বপ্নকথা

ফোঁটায় - ফোঁটায় লিখব!

নীলফোঁটা

নিজেই জানিনা নিজকে! কি লিখব বল?

নীলফোঁটা › বিস্তারিত পোস্টঃ

পরবাসী জীবন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

পরবাসী জীবন। ভীষণ ব্যস্ততা। সময়ের সাথে তাল মিলিয়ে চলা। প্রবাসের হাজারও ব্যবস্ততার মধ্যেই টান পড়ে অস্তিত্বে। নিজের শিকড়ের সুতোয়। শিকড় বিচ্ছিন্ন বৃক্ষ কখনও বাঁচে না। মানুষের হাজার বছরের প্রামাণ্য ইতিহাস থেকে জানা যায়- জীবনের সমাপ্তি এক অনুপম সত্য। এই সত্য আবিস্কারের পর থকেই মানুষ তার শিকড় সন্ধান করতে শুরু করে। এই অšে�ষণ মানুষের বন্ধনকে সুদৃঢ় করে। প্রেম-ভালোবাসাকে অটুট রাখে। সম্প্রীতি বৃদ্ধি করে। এই সত্যকে অবলম্বন করেই মানুষ জীবনের সৌন্দর্যের পূজারী। ইসহাক হাফিজের দ্বিতীয় উপন্যাস ‘স্বরূপ সন্ধানী’র চরিত্রগুলোর মধ্যদিয়ে এই সত্যই প্রকাশ পেয়েছে। অভিবাসী জীবনের সুখ, দুঃখ, নষ্টালজিয়া, নিজের অস্তিত্ব বা নাড়ির প্রতি অসীম আবেগ, আকর্ষণ ও ভালোবাসার পটভূমিতে এই উপন্যাসটি রচিত। যাপিত জীবনের ঘাত-প্রতিঘাতে ডানা ভাঙা পাখির মতো পথ হারায় মানুষও। তারপরও জীবন থেমে থাকে না। বয়ে যায় তার নিজস্ব গতিতে। কিন্তু সময়ের গতির সাথে তাল মেলাতে না পেরে জীবনের সুন্দর পথ থেকে ছিটকে পড়ে যায় অনেকেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.