নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েটিশিয়ানের ডায়েরি থেকে....

ডোরা রহমান

ডোরা রহমান › বিস্তারিত পোস্টঃ

সর্দি কাশিতে কেমন হবে খাবার

১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে।দিনে লাগে গরম আর রাতে হালকা শীত।ফলাফল স্বরূপ সর্দি কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকেই।হাজারটা প্রতিরোধক ব্যবস্থা নেয়ার পরও যদি ফ্লুতে আক্রান্ত হয়েই পরেন, তবে কেমন হবে এ সময়ের খাবার,চলুন দেখে নেয়া যাক....



১.সর্দি, কাশি এবং জ্বর হলে পান করতে হবে প্রচুর পানি ও তরল জাতীয় খাবার।



২.মেনুতে অবশ্যই বাসায় তৈরী চিকেন সুপ রাখুন। এটা শুধু তরল সরবরাহই করে না, ভাইরাস প্রতিরোধও করে। আর হ্যা, সুপটি গরম খাবেন।



৩.ভিটামিন -সি যুক্ত ফল খেতে হবে। এগুলোতে antioxidant আছে যা ফ্লুর লক্ষন গুলো ২৩% পর্যন্ত কমাতে পারে।



৪.চিকেন সুপে পেয়াজ আর রসুন একটু বেশি পরিমানেই দিন। উপকার পাবেন যদি ১ কোয়া রসুন ৩/৪ ঘন্টা পর পর চিবিয়ে খেতে পারেন। যদি কাচা রসুনের স্বাদ একদমই ভালো না লাগে তবে রসুনের কোয়াটা কুচি করে নিন এবং পনি দিয়ে ক্যপসুলের মত গিলে ফেলুন।



৫.আদা কাশি কমাতে দারুন কার্যকর।এটা জ্বর কমাতেও সাহায্য করে।আদা কুচি কাচা খেতে পারেন আবার চায়ে দিয়েও খেতে পারেন।



৬.সর্দি কাশিতে মধু বেশ উপকারে আসে।এটা গলার ভিতরে একটা প্রলেপ সৃষ্টি করে । যার ফলে কাশি এবং গলার ভিতর খুশখুশ ভাবটাও কমে যায়। মনে রাখুন ১ বছরের কম বয়সের শিশুদের মধু দেয়া যাবে না।



৭.আদা চা, লেবু চা , গ্রীণ টি গরম পান করুন।



আর হ্যা, অবশ্যই প্রচুর বিশ্রাম নিতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে।

যারা ফ্লুতে আক্রন্ত আছেন , আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।



plz, join Dietitian's diary's FB page, n stay connected. :)



View this link

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ++++

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

আমিনুর রহমান বলেছেন:



ভালো পোষ্ট +

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

আবু শাকিল বলেছেন:

গত সপ্তাহ থেকে নাক দিয়া পানি শুরু হইল তারপর সেই পানি তরল থাইক্কা এখন কঠিন তরলে রূপান্তরিত হইছে। =p~ =p~

কামের পোষ্ট ।
চিকেন সুপ খেতে হবে।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

ডোরা রহমান বলেছেন: হা হা হা......

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

সাইনাস বলেছেন: মচত্‍কার। এরপর সর্দি কাশিতে পড়লে কিছু পদ্ধতি এপ্লাই করে দেখা যেতে পারে. . . পিলাস :D

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

ডোরা রহমান বলেছেন: উপকার পেলে জানাতে ভুলবেন না যেন :)

৫| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর সস্থশীল পোষ্ট । +++

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

ডোরা রহমান বলেছেন: ভাল থাকবেন, ধন্যবাদ :)

৬| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

শাশ্বত স্বপন বলেছেন: অাপনি রাজী হলে, দৈনিক আমাদের সময়ে আপনার নামে ছাপিয়ে দেব। প্রকৃত নামটা লিখুন

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ডোরা রহমান বলেছেন: ডোরা কবির রহমান / ডোরা রহমান এটাই প্রকৃত নাম। কিন্তু নাম ছাপাবেন কেন?

৭| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: গুড শেয়ার।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ :)

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৯

সকাল হাসান বলেছেন: উপকারী পোষ্ট! +++ :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ :)

৯| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৯

মাহবু১৫৪ বলেছেন: ++++

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.