নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

ইন্ঞ্জিনিয়ার

আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে নাক গলাই সব বিষয়েই.... এই ব্লগে প্রকাশিত কিছু পোস্টের অংশবিশেষ বাংলা উইকিপিডিয়ায় যোগ করেছি। সেই সকল অংশ ব্যতীত এই ব্লগের সকল পোস্ট creative commons license (Attribution Non commercial No Derivatives) এর আওতায় প্রকাশিত। আমার অনুমতি ব্যতীত কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ পরিমার্জন, পরিবর্ধন করা বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। অবাণিজ্যিক কাজে মূল উৎস প্রকাশ করে ব্যবহার করা যাবে।

ইন্ঞ্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফ্রী কল করার তরিকা ;)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫

আপনারা কি টাকা দিয়ে কাস্টমার সার্ভিসে কল করেন? কল করলে তাদের গান শোনেন, বাজনা শোনেন, দু:খের হিস্টরী শুনেন আর সেইজন্য মিনিট হিসেবে টাকাও দেন? আপনাদের দোয়ায় আমি এখন পর্যন্ত দুইবার টাকা দিয়ে কাস্টমার সার্ভিসে কল করেছি :P প্রথমবার, মোবাইল কেনার একদিন পরে, তখনও শয়তানী বুদ্ধি মাথায় ছিল না। দ্বিতীয়বার, গতবছর ওয়ারিদ যখন তাদের প্রথম দিনের কাস্টমারদের ১০০০ টাকার ফ্রী টকটাইম দিল সেই দিন (কল না করলে তো নাম্বার ভ্যারিফাই করতে পারবে না!) এই দুইবার ছাড়া হয় আমি কল করছি কিন্তু টাকা খরচ হয় নি, অথবা তারা আমাকে কল করেছে!



তরিকা নং ১(পাওয়ার ইউজার): বিষয়টা হঠাৎ টের পেয়েছি। চাচাত ভাইয়ের মালয়েশিয়ান সিম মোবাইলে লাগিয়ে দেখি সব নেটওয়ার্কে ঢুকতে পারে! সব নেটওয়ার্ক থেকে স্বাগত জানিয়ে এসএমএস আসে! কিন্তু কল করতে গেলেই শুনি “দু:খিত!!!”। ট্রাই করতে করতে কল দিলাম বাংলালিংক কাস্টমার কেয়ারে। কল ঢুকল এবং রিসিভও করল! আমাকে আর পায় কে!!! ঐ সিমটা ছিল মালয়েশিয়ান ম্যাক্সিস সিম।



উপায়টা পাওয়ার পর ভাইকে বলে মালয়েশিয়ার সব কোম্পানীর সিম আনালাম :P ব্যাপক পরীক্ষানিরীক্ষার পরও আর কোন নেটওয়ার্কের হেল্পলাইনে ঢুকল না। সবাইতো আর বেকুব না :P ওয়ারিদ চালুর পর দেখলাম একটা বেকুব বাড়ছে। খালি বাড়ছে না এরা চরম বেকুব। বাংলালিংক তাও ধরতে পারে যে এটা বিদেশী সিম, এরা তাও পারে না! ওয়ারিদে কল ঢুকত DiGi সিম দিয়ে। DiGi র কোডও ০১৬। ওয়ারিদের নাম্বারে মোট ডিজিট ১১ টা, DiGiর ১০ টা। বেকুব কাস্টমার ম্যানেজারগুলো এটাকে ওয়ারিদ সিম মনে করত। একবার জটিল মজা করলাম এই নিয়ে। কল দিয়ে বললাম, ভাইয়া আমার নাম্বারটা একটু বলবেন? ভুলে গেছি :P কিছুক্ষণ গাঁইগুই করার পর বলল। আমি বললাম, ভাইয়া ডিজিট একটা কম ক্যান? সে গুণেটুনে দেখি সত্যিই তো! একটা ডিজিট কম। মানতেও পারে না, আবার কারণও বলতে পারে না! এই সুযোগে আমি আরও দুই চারটা কাল্পনিক অভিযোগ করলাম, কল করতে পারি না, কল আসেও না,ব্যালেন্স দেখা যায় না!!! আমার কাছে সিমের সিরিয়াল নাম্বার চাইল। আরেকটা আসল ওয়ারিদ সিমের সিরিয়াল নাম্বার দিলাম ;) ঐ লোক সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম্বার বের করে দেখে ওটা আরেকটা নাম্বার! আমার কাছ থেকে ডিটেইল সব কিছু শুনল, কোত্থেকে কিনেছি, কত দিন আগে ইত্যাদি। বলল খুব শীঘ্রই জানাবে! কল কেটে দিয়ে আবার কল দিলাম। আরেক জন ধরল। একই প্রশ্ন করলাম। এই লোক চালাকচতুর। ডাইরেক্ট বলে দিল এটা বিদেশী সিম :( এই ব্যবস্থায় ওয়ারিদ সিমে এফএনএফ চেন্জ, প্যাকেজ মাইগ্রেশন, দুনিয়ার আজাইরা প্যাঁচাল সব করছি। বন্ধুবান্ধবরা মাঝেমাঝে ধার নিত! ফোন করে কত আজাইরা প্যাঁচাল....আপু আপনি বিয়ে করেছেন??? আজ ভালবাসা দিবস, বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে যান নাই :P মাঝেমাঝে আমরা ইংরেজী স্পোকেন প্র্যাকটিশ করতাম। এক বান্ধবী একবার ইংরেজীতে প্রশ্ন করল এক মহিলা ম্যানেজারকে। উনার কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ, পুরা টেলিগ্রামের ভাষা, কোন গ্রামার নাই!



তরিকা নম্বর ২(আম জনতা):
যারা আমার উপর ক্ষেপছেন এইসব ফালতু (আঙুর ফল টক ;) ) তাদের জন্য আরেকটা তরিকা। এটা অপেক্ষাকৃত পরিচিত। সাকসেস রেট ভাল। উপায়টা কিছুই না, কলব্যাক করানো। কাস্টমার সার্ভিসের ঠিকানায় একটা মেইল করে দিন। কলব্যাক পেতে চাইলে কখনও এমন সমস্যা দেবেন না যেটার উত্তর মেইলেই দেয়া যায় (যেমন, কলরেট কত, দাম কত ইত্যাদি)। কখনও কোন সমস্যার ডিটেইলস দেবেন না। যথা সম্ভব কম তথ্য দিন, যাতে অতিরিক্ত তথ্যের জন্য কল করে। তারা ইন্টারেস্টেড হয় এমন ব্যাপারে মেইল করুন (যেমন, নতুন মডেমের ফিচার, নতুন পোস্টপেইড সংযোগ কিনতে চাই ইত্যাদি....) অভিযোগ করলে কলব্যাক নিশ্চিত। মোবাইল অপারেটরগুলোর ইমেইল অ্যাড্রেসগুলো হচ্ছে,





গ্রামীণফোন: [email protected]

একটেল: [email protected]

ওয়ারিদ: [email protected]

সিটিসেল: [email protected]

বাংলালিংক: [email protected]



এছাড়াও, ওয়ারিদের ওয়েবসাইটে কলব্যাক রিকোয়েস্ট করার অপশন আছে। সেটাও কাজ করে। এখন আছে কিনা জানি না, আগে বাংলালিংক ১২০ তে এসএমএস করলে কলব্যাক করত। এটা নিয়ে বিজ্ঞাপণও ছিল।



শেষে প্রশ্ন আসতে পারে দরকার কি এসবের? কয় টাকাই বা লাগবে কাস্টমার সার্ভিসে কল করতে! কিন্তু সমস্যা হচ্ছে কাস্টমার সার্ভিসগুলো দিনদিন স্লো হয়ে যাচ্ছে। আগে কল করলো সরাসরি কাস্টমার ম্যানেজার ধরত, এখন নাম্বার টিপতে টিপতে অবস্থা খারাপ। গান শুনতে শুনতে কান ঝালাপালা। মিনিটখানেক পরপর বলে, আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত............” তারচেয়ে ওরাই কল করুক। ওদেরও সুবিধা, আমারও সুবিধা। তাছাড়া ভিআইপি ভিআইপি ভাব আছে!!! B-)) B-))

মন্তব্য ১০৬ টি রেটিং +৬৯/-৪

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৫

শয়তান বলেছেন: মজার ।

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭

কুয়াশায় ডাকা বলেছেন: হুম, খারাপ না , তবে এখানে একটা কিন্তু আছে....

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কি কিন্তু???

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৮

রনি রাজশাহী বলেছেন: কইস্যা প্লাস +++++++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ধইন্যা!!!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৬

ক্যামেরাম্যান বলেছেন: মালয়েশিয়ান সিম এখানে কোন নেটওয়ার্ক শো করে ?

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: যেটা সিলেক্ট করি সেটাই। জিপি, একটেল, বিএল,ওয়ারিদ.........

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৯

সাইফুর বলেছেন: অপেক্ষা করতে করতে কাহিল লাগে মাঝে মাঝে

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ভিআইপি হইয়্যা যান আমার মত ;)

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

অমাবশ্যার চাঁদ বলেছেন: মজা পাইলাম আমাকে একখান সিম গিফট কইরেন :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আমার নিজেরটারই মেয়াদ শ্যাষ! ২০০৬-২০০৯ তিনবছর সার্ভিস দিছে।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

শিশির বলেছেন: 2828 এ কল করেন । দেখেন কি আজব ভাব ওদের......

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এইডা আবার কি সার্ভিস???

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

অরণ্যচারী বলেছেন: মালয়েশিয়া থেকে আজই সিম আনাচ্ছি। :|

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :|

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

স্বপ্নকথক বলেছেন: প্রচুর ধইন্যাপাতা....
পেলাস এন্ড প্রিয়তে :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ধইন্যাপাতা খাই না। পেলাস এন্ড প্রিয়তে রাখার জন্য আপ্নের ধইন্যাপাতা আপ্নেরে ফিরত দিলাম ;)

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

অক্টোপাস বলেছেন: ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

পথে-প্রান্তরে বলেছেন: মালয়েশিয়ার সিম যে কই পামু :(

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: মালয়েশিয়াতে পাইবেন ;)

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০

আকাশনীল বলেছেন: জোসিলা পুসট :)

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

ভাঙ্গা পেন্সিল বলেছেন: একটা মালয়শিয়ান ছিম দেন ভাইডি। তরকারি বানায় খামু

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আমার পুরানডা দিলে চলব?

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩

আকাশ_পাগলা বলেছেন: বুখে আয় বাভুল।


ভাই আপনি মহান।

++++++++++++++++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;)

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬

কাঙাল মামা বলেছেন: প্রিয়তে না নিয়ে পারলাম না :(

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :(

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

অদ্ভুত বলেছেন: কইস্যা গুন। নেন কিছু ধইন্যা পাতা খান :P

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ঐ মিয়া, কইলাম না ধইন্যা পাতা খাই না X(

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

সৌম্য বলেছেন: হে হে হে । মাছের তেলে মাছভাজা। মরশালারা।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: মরশালারা! :P

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭

একরামুল হক শামীম বলেছেন: :)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬

জনৈক আরাফাত বলেছেন: ঘরে একখান ডিজি সিম আছিলো। কিন্তু কই যে রাখছি! এখনি খুঁইজা দেখি। আগে যখন, বিজনেস সলুশন ইউজ করতাম, কাস্টোমার সার্ভিস ফ্রি আছিলো। তখন হেভি ডিস্টার্ব দিতাম। এমন সব প্রবলেম কইতাম, তারা খালি এরে-ওরে ট্রান্সফার করতো। ব্যাপক মজা। স্যার স্যার কইরা মুখে ফেলা তুইলা ফেলে। দারুণ মজা লাগে! :D

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দেখেন তাড়াতাড়ি! পুরোনোকে দেখুন নতুন করে ;)

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩

একাকী বালক বলেছেন: এই সবের জন্যই দরকারের সময়ও মানুষ লাইন পায় না। কি দরকার হুদাই কল দেওয়ার। একদিন দেখবেন নিজের সিম চুরি যাইব, পরে কল দিয়া লাইন পাইবেন ব্যাস্ত। কোন কিছুই কামে দিব না।


স্যার স্যার কইরা মুখে ফেলা তুইলা ফেলে। দারুণ মজা লাগে! :D >>> স্যার শুইনাই মজা। আজিব।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এখন আর পারি না। সিমটার মেয়াদ শেষ :(

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২০

'লেনিন' বলেছেন: আপনি তো ব্যাপক ফাজিল! =p~

আমার তো বিজনেস সলিউশন তাই টাকা কাটেনা কাস্টমার কেয়ারে। কলব্যাক করতে দিলে ওরা রাত ২/৩টা বাজেও কল করে। দু-তিন বার এমন হয়েছে আমি বাসে বসে আছি আমাকে কল করেছে। অথবা চিটাগং থেকে ফিরছি রাত ২:৩০ বাজে তখন কল করেছে আমি হয়তো তখন কোনো হাইওয়ে স্টপে :)

সুতরাং নিজের সুবিধামতো সময়ে কল করি। ওদেরকেও ঝাড়ি দেই, অনলাইন বিলিং ইত্যাদি কবে দেবে, তাহলে অযথা কল করতে হবেনা। ইত্যাদি ইত্যাদি। কারণ এতো কথা বলার সময় কোথায়।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এই ব্যাপারে আমার এক বন্ধু আবার চালায়! রাতের বিভিন্ন সময়ে কল করে দেখে কখন কতসময় লাগে লাইন ধরতে। ম্যানেজারের গলা জড়ানো কিনা। রাত তিনটার সময় কল করে জিজ্ঞেস করে ওয়ারিদ টু ওয়ারিদ কলরেট কত :P

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২

দূরন্ত বলেছেন: ব্রিটেনে আসার পরে শুনছিলাম মোবাইল কোম্পানিগুলি কাস্টমার কেয়ারে ফোন করলে টাকা কাটে না। বিষয়টা প্রথমে বিশ্বাস করি নাই। এইজন্য জিরো ব্যালেন্সের এক সিম থেকে ফোন করছিলাম প্রথমে। পরে দেখলাম কথা বলা যায়। টাকা কাটে না। পরে তাদের বললাম যে, তোমাদের কোম্পানির সিম আমি আর ব্যবহার করবো না কিন্তু তোমাদের নাম্বারটা আমার দর্কার। এইটা অন্য কোম্পানির নেট্ওয়ার্কে ব্যবহার করবো। তারা অনেক কান্নাকাটি করলেও রাজি হয়ে গেল....

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কেন, বাংলাদেশেও একটেলে আগে টাকা কাটত না। টেলিটকেও তো কিছু দিন আগ পর্যন্ত ফ্রী ছিল!

নাম্বার ঠিক রেখে অপারেটর চেন্জের সুবিধাটা থাকলে দারুণ হত্ বিটিআরসি কিছু দিন করবে করবে বলছইল,কিন্তু আর তো কোন খবর পাই না!

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

যুগান্তকারী বলেছেন: একমাত্র বাংলাদেশেই এই আজাইরা নিয়ম কাস্টমার সার্ভিসে ফোন করলে টাকা কাটে।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আগে সবাই কাটতো না!

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

জেরী বলেছেন: মানুষকে দুষ্টু বুদ্ধি দিতে নাই.....আজরাইল আপনার মনে দুষ্টু বুদ্ধি সৃষ্টি করে পাপের পথে নিয়ে যাচ্ছে ....আর শেষকালে আপনার ঠিকানা হবে দোজখ আর দোজখের আগুন;)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: মাইনাস মুবারক ;)

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

জেরী বলেছেন: জেরী মাইনাস দেই নাই:((

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :-*

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

জেরী বলেছেন: খালি ব্লগের ছাগুদের মাইনাস দেই খুশী মনে:)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: বিদেশী সিমের নেটওয়ার্ক দ্যাশে পাইলেন ক্যামনে?

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দেশী নেটওয়ার্কেই কাজ করে।

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬

মহসিন০৮ বলেছেন: ভাল একটা বুদ্ধি।
কিন্তু বিদেশী সিম পাই কই বলেন তো !!!

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: বিদেশে পাইবেন, নিশ্চিত ;)

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১

বিডি আইডল বলেছেন: জিএসএম যেকোন সিমই মান্যুয়াল নেটওয়ার্ক সার্চে গেলে সব নেটওয়ার্ক দেখাবে....অন্য কোন দেশের সিম দিয়েই করলে একই ঘটনা হবার কথা...

তবে অপ্রয়োজনে কাস্টমার সার্ভিসকে বিজি রাখা কোন ফান নয়....যার প্রয়োজন সে শুধু লাইনে বসে থাকবে

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সার্চ দিলে সব নেটওয়ার্কই দেখায়। সিলেক্টও করা যায়। তবে সব নেটওয়ার্ক ব্যবহার করে কল করা যায় না।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪

সৌরভ১৩ বলেছেন: আমার একটা বিদেশী সিম আছে টেরাই মাইরা দেখুম খাড়ান... ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: দেখেন, জানাইয়েন কোন সিম। অ্যাড কইরা দিমু ;)

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

নীরজন বলেছেন: আপনি ভালোই বান্দর............;)
মজা পাইলাম পোস্টটা পইড়া এবং সোজা প্রিয়তে...........

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;)

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

ফারহান দাউদ বলেছেন: ২ নম্বরটা ট্রাই করমু এরপরে।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আম জনতা ;)

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

কাঠগোলাপ বলেছেন: সিটিসেল ব্যাবহারকারীরা আরেকটা কাজ করতে পারেন। যেকোন কিছু লিখে ২২৫৫ এ সেন্ড করে দিন। কয়েকমিনিটের মধ্যেই কাস্টোমার কেয়ার থেকে কল এসে যাবে। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সিটিসেলটাই ইউজ করা বাঁকী আছে :)

৩৪| ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

রেজোওয়ানা বলেছেন: এত বুদ্ধি নিয়া কি ঘুমান কেমনে? দোয়া করি সামনের জনমে কল সেন্টার এজেন্ট হন। B:-)

১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: #:-S

৩৫| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৬

কলম কবির বলেছেন: আগে ১৯১১৩১০৯০০ আর ০১৯১১৩০৪১২১ এ ফোন দিলে ১২১ এর কাজ করতো। আমি কল দিতাম রাত ১২টার পরে, ২৫ পয়সা মিনিট :)
এখনো আছে কিনা জানি না। এখন বিএল ইউজ করি না।

৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এই নাম্বার না হলেও এরকম একটা নাম্বার অবশ্যই আছে। অন্য অপারেটর থেকে কল করার জন্য!

৩৬| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৯

কলম কবির বলেছেন: প্রথম নাম্বারটায় মনে হয় একটা শুন্য কম পড়ছে। ওইটাকে পড়তে হবে ০১৯১১৩১০৯০০

৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: হুমমমমম

৩৭| ০৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৪

হামিদ পায়োনিয়ার বলেছেন: জটিলতো।

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

৩৮| ০৭ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪১

রন্টি চৌধুরী বলেছেন: কোনদিন ট্রাই করে দেখি নাই।
তবে রোমিং দেশে কাজ করে বিদেশী সীমের। কল রিসিভ করা যায় বিদেশী নাম্বার থেকে। করাও যায়। তবে খুবই এক্সপেনসিভ।

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সেটা তো যায়ই!

৩৯| ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ১০০ তে ১১০

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ধন্যবাদ!

৪০| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

ইমির বলেছেন: দারুণ বুদ্ধি তো

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০২

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

৪১| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০২

নষ্ট কবি বলেছেন: ভালো

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: :)

৪২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

দুরন্ত মানুষ বলেছেন: motamoti

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: OK

৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮

মাছুম পলাশ বলেছেন: আমিও সিঙ্গাপুরের এক সিম দিয়ে বাংলালিঙ্কে ১২১ এ কল করতাম টাকা লাগে নাই সেই সময় অবশ্য ওয়ারিদ ছিল না। কিন্তু কোন শয়তানি করি নাই B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪০

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;) ;) ;) B-))

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৭

মুকুট বলেছেন: হা হা হা, জটিলস্য ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;) ;) ;)

৪৫| ৩০ শে মে, ২০১০ সকাল ৯:২০

মানুষ হীন কেউ বলেছেন: আপনার উপস্থাপনা খুব মজার। ভালো লাগলো

৩১ শে মে, ২০১০ রাত ১২:২৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;)

৪৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১০

জন রাসেল বলেছেন: ভাই নোকিয়া ১১০০ সেটরে মালসিয়ান সিম লাগায়া এন ৯০ বানানের সিষ্টেমটা জানেন? জানলে আওয়াজ দিয়েন। আমি কল ব্যাক দিমুনি। আর কিছু ধইন্যা পাতা রাখেন। রমজানে বাজারে সেল দিয়েন।

৪৭| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:২০

রাজর্ষি....... বলেছেন: জটিল মজার মনে হচ্চে প্রিয়তে রেখে + দিয়ে দিলাম পরে সময় করে বিস্তারিত দেখবোখন..

৪৮| ১৮ ই মার্চ, ২০১১ বিকাল ৩:৩৬

িনদাল বলেছেন: রেজোওয়ানা বলেছেন: এত বুদ্ধি নিয়া কি ঘুমান কেমনে? দোয়া করি সামনের জনমে কল সেন্টার এজেন্ট হন।

৪৯| ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৩

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: আগে কল করলো সরাসরি কাস্টমার ম্যানেজার ধরত, এখন নাম্বার টিপতে টিপতে অবস্থা খারাপ। গান শুনতে শুনতে কান ঝালাপালা। মিনিটখানেক পরপর বলে, আমাদের সবকটি চ্যানেল এখন ব্যস্ত............

X( X( X( X( X(

১৫ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: =p~ =p~ =p~

৫০| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৯

নীল + আকাশ বলেছেন: মজার ।

১৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ;)

৫১| ২২ শে জুলাই, ২০১১ সকাল ১০:১৮

সুখ বিলাস বলেছেন: bhaire atto ajaira time paan koi???ar apnago laiga beta ra call dhorte dhorte pagol hoiya gelo......

২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:৫৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: কাজ করার জন্য আপনারা তো আছেনই ;)

৫২| ০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০৪

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: গ্রামীণ, রবি ও এয়ারটেল এর ফেসবুক পেজে আপনার লিংকটা শেয়ার করলাম।

০৮ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: নাউজুবিল্লাহ!

৫৩| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯

মুসাফির রকস বলেছেন:
ঠিক না,

অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না

অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না
অবৈধ ব্যবহার করা ঠিক না

অবৈধ ব্যবহার করা ঠিক না অবৈধ ব্যবহার করা ঠিক না


৫৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৩

মামদোভুত বলেছেন: ইন্ডিয়ান এয়ারটেল সিম দিয়ে ইচ্ছেমত আনলিমিটেড কথা বলা যায় বাংলাদেশ এয়ারটেলের কেয়ারে ( দেশে থাকা অবস্থায়)।

B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৫৫| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: :P :P :P :P

৫৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬

দূরে থাকা মেঘ বলেছেন: ভাই,ভালো পোস্ট

৫৭| ০৮ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৩

বাংলার ঈগল বলেছেন: এটা পড়ে আসতে পারেন:

কল করবে আপনাকে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.